কলকাতা: ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhrubo Banerjee) পরিচালনায় এবার হাসির ছবি, মুখ্যচরিত্রে খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। সামনেই মুক্তি পাওয়ার কথা 'বগলা মামা যুগ যুগ জিও' ছবিটির। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে লুক ও টিজার। তবে খরাজ ছাড়া আর কে কোন ভূমিকায় অভিনয় করছেন, একবার নজর রাখা যাক... 


বগলা মামার ভূমিকায় খরাজ: ১৯৮০ সালের গল্পের বইয়ের এক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলবেন খরাজ মুখোপাধ্যায়। শহরের খুব প্রিয় চরিত্র এই বগলা, বিভিন্ন কাণ্ডককারখানা ঘটাতে থাকেন। আর সেইগুলোই তুলে ধরা হবে ছবিতে। বিভিন্ন নায়কেরা যেখানে বক্সঅফিসে বাজি, সেখানে এই ছবির হিরো মজা আর বুদ্ধির মোড়কে তৈরি এই চরিত্র। 


মধুজার ভূমিকায় দিতিপ্রিয়া: সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ে এই মধুজা। পর্দায় এই চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)। তার জীবনে প্রেম রয়েছে, তার নাম কেবু। জীবনের কেবলমাত্র ভাল দিকগুলোই দেখতে ভালবাসে মধুজা। কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে পড়ে বদলে যায় মধুজার জীবন। বাস্তব, পরিবার ও সম্পর্কের টানাপোড়েনে এগিয়ে যায় মধুজার জীবন।


ফেলু আচার্য্যের ভূমিকায় রজতাভ: রাজপুরের ডন হল এই ফেলু আচার্য্য। এই ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে (Rajatabha Dutta)-কে। এই ফেলু আচার্য তার মাকে দেওয়া একটা কথা পূরণ করা নিয়েই এই ছবির গল্প। মূল্যবোধ এবং লড়াইয়ের মাধ্যমেই সমাজে নিজের কাঙ্ক্ষিত জায়গা আদায় করে নিতে এই ফেলু বদ্ধপরিকর। 


কৃষ্ণার ভূমিকায় অপরাজিতা: কৃষ্ণার চরিত্র যেন এই হাসির গল্পের একটা আবেগের জায়গা। অপরাজিতা আঢ্যকে (Aparajita Addhya) হারিয়ে যাওয়া এক মিষ্টি বাঙালির চরিত্রে দেখা যাবে যাঁকে সেই সময়কার প্রত্যেক পরিবারেই পাওয়া যেত।


মেজো কাকার ভূমিকায় কৌশিক: ছবির মুখ্যচরিত্র বগলার সঙ্গে সবচেয়ে বেশি দ্বৈরথ বাঁধে তার মেজো কাকার। এই চরিত্রে দেখা যাবে কৌশিক সেন (Kaushik Sen)-কে। কড়া ভাষায় কথা বললেও যে তার ভিতরে একটা নরম মন আছে, সেই পরিচয় পাওয়া যাবে এই ছবিতে।


বগলা মামার বন্ধুরা: বগলা মামার সমস্ত কাজে তার সঙ্গে রয়েছে পাঁচ বন্ধু। কেবু, ত্রিদিব, নাড়ু, ধনু ও সাধন। এই বন্ধুদের ভূমিকায় দেখা যাবে ঋদ্ধি সেন (Riddhi Sen), উজান চট্টোপাধ্যায় (Ujan Chatterjee), মিঠুন গুপ্ত (Mithun Gupta), জিৎ সুন্দর (Jeet Sundor) ও  সুদীপ ধারা (Sudip Dhara)।


ছোট কাকার ভূমিকায় বিশ্বনাথ: বাড়ির ছোট কাকা এক বিজ্ঞানী। পরিবারের মধ্যে বেশ মজার একটা চরিত্র এই ছোট কাকা। পর্দায় এই ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথ বসু (Biswanath Basu)-তে।


কেবুর মায়ের ভূমিকায় রেশমি: সরমা অর্থাৎ কেবুর মায়ের ভূমিকায় দেখা যাবে রেশমি সেনকে (Reshmi Sen)।


আরও পড়ুন: Sara Ali Khan on Subhman Gill: সচিন-কন্যার সঙ্গে শুভমনের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে, কী বলছেন বলিউডের সারা?