কলকাতা: বাংলাদেশে ছবির মুক্তি নিয়ে জটে নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee)-র ছবি 'বহুরূপী'। বাংলাদেশে এই ছবি মুক্তির কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে 'লালফিতে'-র গেরোয় আটকে এখনও ঠিক হতে পারছে না রিলিজ়ের দিন। কেবল 'বহুরূপী' নয়.. এই একই জটে আটকে রয়েছে 'পুষ্পা ২' (Pushpa 2) ছবিটিও। এখনও পর্যন্ত এই ছবি বাংলায় মুক্তির দিনক্ষণও ঠিক হয়নি। এই পরিস্থিতিতে ঠিক কী বলছেন 'বহুরূপী'-র বিক্রম ওরফে শিবপ্রসাদ? 


অভিনেতা পরিচালক বলছেন, 'সাপটা চুক্তি অনুযায়ী ভারতবর্ষ থেকে যে দুটি ছবি বাংলাদেশে দেখানোর কথা তার মধ্যে একটি হল 'পুষ্পা ২' ও অপরটি হল 'বহুরূপী'। বাংলার জন্য এটা গর্বের। ও প্রান্ত থেকে আমাদের সঙ্গে যে ছবিটির আদানপ্রদান হবে, অর্থাৎ যেটি পশ্চিমবাংলায় মুক্তি পাবে, সেটি হল 'দামাল'। রায়হান রাফি-র পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা এদেশে। এই রায়হান রাফিই হল 'তুফান'-এর পরিচালক। ইমপ্রেস টেলি মিডিয়ার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আমাদের সাগর ভাই ও চ্যানেল আইয়ের সঙ্গে একটা দীর্ঘদিনের সম্পর্ক। আমাদের সিনেমার সাফল্যের প্রথম স্মারক সাগরভাই আমাদের পাঠান। তাই আমরা সবাই উৎগ্রীব হয়ে রয়েছি, কবে 'বহুরূপী' ওপার বাংলায় দেখানো হবে। বহু মানুষও অপেক্ষা করে রয়েছেন। দুই বাংলাকে মিলিয়ে ফেলতে পারে বহুরূপীরা। এই শিল্পের যে সাংস্কৃতিক জায়গাটা সেটা ওপার বাংলার মানুষেরও জানা উচিত। যে পরিমণ্ডলে দুই বাংলা বড় হয়েছে সেটাও মানুষ জানতে পারবে। কিন্তু এর ভিতরে একটা দুঃখের জায়গা রয়েছে। আমরা লালফিতের গেরোতে আটকে রয়েছি। অপেক্ষায় রয়েছি কবে আমরা রাষ্ট্রীয় সিলমোহর পাব দুই দেশের জায়গা থেকে। সেই কারণেই একমাত্র বহুরূপীর মুক্তির দিন ছাড়া বাকি সব কিছুই নিশ্চিত হয়ে গিয়েছে। দুই দেশের চূড়ান্ত অনুমতি এখনও আটকে রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি কেটে যাবে। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রকে যে মানুষটি রয়েছেন, ফারুকি সাহেব.. তিনি আশা করি দর্শকদের, পরিচালক, প্রযোজকের মনের কথা বুঝবেন। আমি ফারুকি সাহেবের সিনেমার খুব বড় ভক্ত। উনি যেহেতু আন্তর্জাতিক সিনেমার সঙ্গে যুক্ত তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন ও চাইবেন দুই বাংলার সিনেমার আদান প্রদান যেন ঠিকঠাক হয়। আশা করি দুই বাংলার মানুষই খুব তাড়াতাড়ি বহুরূপী দেখতে পারবেন।' 


আরও পড়ুন: Anirban-Barkha: 'পেয়ারেলাল'-এর ১৪ বছর পরে ফের দেব-বরখা একসঙ্গে, 'একেনবাবু'-কে দেখে চমকালেন সবাই!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।