নয়াদিল্লি: প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) স্মরণ করলেন সলমন খান (Salman Khan)। নিজের কণ্ঠে গাইলেন লতাজির বিখ্যাত গান, 'লগ জা গলে'। পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ভিডিও। গত ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর।


নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অভিনেতা লেখেন, 'লতাজি, আপনার মতো কখনও ছিল না, কখনও কেউ হবেও না।'


 






অভিনেতার এই আবেগঘন পোস্টে কমেন্ট করেছেন একাধিক তারকা ও অনুরাগীরা। এক ফ্যানের কমেন্ট, 'কী সুন্দর গাইলেন ভাই।' অপর একজন লিখেছেন, 'পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত লতা জির কণ্ঠ জীবিত থাকবে। কিংবদন্তি।' অপর একজন এই গানেরই কথা উল্লেখ করে লেখেন, 'শায়েদ ফির ইস জনম মে মুলাকাত হো না হো' অর্থাৎ এই জন্মে আর হয়তো দেখা হবে না। আর এক অনুরাগী লেখেন, 'আপনি কি কাঁদছেন ভাই?'


আরও পড়ুন: 12 Years of My Name Is Khan: ১২ বছরে পা 'মাই নেম ইজ খান' ছবির, নেপথ্যদৃশ্যের ভিডিও পোস্ট কাজলের


লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভেঙে পড়ে গোটা দেশ। রাজ্য রাজনীতির ময়দান থেকে শিল্প জগত থেকে সাধারণ মানুষ, প্রয়াত গায়িকাকে স্মরণ করেননি এমন মানুষ প্রায় নেই বললেই চলে। শুধু কি দেশবাসী? তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন বাংলাদেশ ও পাকিস্তানের মানুষও। এমনই ছিল তাঁর খ্যাতি!