নয়াদিল্লি: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন  বলি তারকা শাহিদ কপূরের (Shahid Kapoor) স্ত্রী মীরা রাজপুত (Mira Rajput)। ভিডিওয় প্রকাশ পেয়েছে তাঁর 'হিডেন ট্যালেন্ট' (Hidden Talent)। ভিডিও পোস্ট করে তিনি লেখেন যে 'আমি পিয়ানো বাজাতে পারি'। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি মন দিয়ে পিয়ানো বাজাচ্ছেন এবং পাশেই অপেক্ষায় দাঁড়িয়ে শাহিদ কপূর। 


ভিডিওর মধ্যেই মীরা জানান, পর্দার 'কবীর সিং' অপেক্ষায় ছিলেন কখন স্ত্রী 'বেখেয়ালি' গানের সুর তুলবেন পিয়ানোয়। মীরা লেখেন, 'এমন কিছু যা আপনারা আমার সম্পর্কে জানতেন। আমি পিয়ানো বাজাতে পারি! যদিও এখন আর সেভাবে অভ্যেস নেই, তবে আমি সুর পড়তে পারি, ঠিক স্কেল এবং কানে শুনে বাজাতে পারি।'


তিনি পোস্টের ক্যাপশনে আরও লেখেন, 'আবারও পিয়ানো বাজাতে শুরু করব। আগে পিয়ানো ক্লাস করতে খুব খারাপ লাগত, কারণ হয়তো সবশেষে পরীক্ষা দিতে হত বলে, তবে এখন আফশোস হয়। যখনই আমি পিয়ানো দেখতে পাই, তখনই নিজেকে আটকাতে পারি না আর, বাজাতে শুরু করে দিই। যদিও কয়েকটা নির্দিষ্ট সুরই এখনও মনে আছে। এখন মনে হচ্ছে ফের রেওয়াজ শুরু করতে হবে।'


 






গত সপ্তাহেই শাহিদের সঙ্গে তাঁদের ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করেন মীরা রাজপুত। অন্যদিকে শাহিদ কপূরকে শেষ দেখা গিয়েছিল, 'কবীর সিং' ছবিতে, অভিনেত্রী কিয়ারা আডবাণীর বিপরীতে। ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন দর্শক থেকে সমালোচক সকলেই। এরপর তাঁকে ম্রুণাল ঠাকুরের বিপরীতে 'জার্সি' ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে।


আরও পড়ুন: বাড়ি ফিরেছেন শমিতা, বোনকে স্বাগত জানালেন উচ্ছসিত শিল্পা