কলকাতা: চটজলদি তৈরি হয়ে যাওয়া খাবারের মধ্যে সাবুদানা বেশ জনপ্রিয় একটা খাবার। সাবুদানা দিয়ে তৈরি যেকোনও খাবারই খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়। পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। সাবুদানা ক্ষীর হোক কিংবা সাবুদানার খিচুড়ি থেকে সাবুদানা দিয়ে তৈরি অন্য কোনও খাবার। বিশেষত পুজোর দিনগুলোয় আমরা বাড়িতে সাবুদানা দিয়ে বিভিন্ন খাবার তৈরি হতে দেখি। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, সাবুদানা খুবই সহজপাচ্য এবং স্বাস্থ্যের জন্যও উপকারী। তাই বাড়িতে মা-কাকিমারা সাবুদানা দিয়ে নানারকম খাবার তৈরি করে থাকেন। তবে, শুধু যে চটজলদি খাবার তৈরি করে ফেলা যায় তা নয়। সাবুদানার অনেক উপকারী গুণাগুণ রয়েছে। এবং সেই কারণেই প্রতিদিনের ডায়েটে সাবুদানা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
১. যাঁরা পেশি তৈরি করার জন্য শরীরচর্চা করে থাকেন, তাঁদের জন্য দারুণ উপকারী সাবুদানা। পুষ্টিবিদরা জানাচ্ছেন, পেশির সঠিক গ্রোথ তৈরি করতে সাহায্য করে। পাশাপাশি, সাবুদানাতে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, আয়রন এবং ভিটামিন রয়েছে। যা হাড় মজবুত করতে এবং হাড়ের গঠন সঠিক করতেও সাহায্য করে।
আরও পড়ুন - Diabetics Health Tips: মধুমেহ রোগীরা সুস্থ থাকতে কী কী খাবেন আর কোন খাবার খাবেন না?
২. পেটের যদি কোনও গোলমাল হয়, তাহলে সাবুদানা দারুণ উপকারী। পেট খাবার বা পেটের যেকোনও সমস্যায় সাবুদানার তৈরি খাবার খাওয়া যেতে পারে বলে মত পুষ্টিবিদদের। এটি তাড়াতাড়ি হজমও হয়ে যায়। পাশাপাশি পাকস্থলীকেও সুস্থ রাখতে সাহায্য করে। গরমকালের আদর্শ খাবার হিসেবে সাবুদানার কথা বলছেন পুষ্টিবিদরা।
৩. ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো হৃদরোগকেও প্রতিরোধ করতে সাহায্য করে সাবুদানা।
আরও পড়ুন - Basic skincare: রোজকার জীবনে করা যে ভুলগুলোর জন্য ত্বকে ব্রন-অ্যাকনে ভরে যাচ্ছে
৪. অন্তঃসত্ত্বা মহিলারা তাঁদের রোজকার ডায়েটে সাবুদানা রাখতে পারেন। এতে থাকা ভিটামিন বি৬ এবং ফোলেট গর্ভজাত সন্তানের স্বাস্থ্যের উপকারে লাগে।
৫. সাবুদানায় থাকা পটাশিয়াম রক্ত সঞ্চালন সঠিক রাখে এবং রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।