নয়াদিল্লি: গত ৫০ বছরে এই প্রথমবার। দিল্লির বিখ্যাত লব কুশ রামলীলায় (Luv Kush Ramleela) দশেরা (Dashera) উপলক্ষে রাবণ দহন করতে প্রথম কোনও মহিলাকে ডাকা হয়। সেই সুযোগ পান বলিউডের 'ক্যুইন' (Queen) কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না অভিনেত্রী, হলেন লক্ষ্যভ্রষ্ট। কী হল সেখানে?


রাবণ বধ করতে গিয়েও লক্ষ্যভ্রষ্ট 'ক্যুইন'


মঙ্গলবার দিল্লির লালকেল্লায় লব কুশ রামলীলা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা রানাউত। দশেরা উপলক্ষে রাবণ দহন করার কথা ছিল অভিনেত্রীর। লাল শাড়ি পরে, মাথায় ফুল দিয়ে খোঁপা করে, সাবেকি সাজে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন তিনি। অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। 


তির-ধনুক হাতে নিয়ে রাবণ দহনই নিয়ম। কিন্তু শেষ মুহূর্তে হল ছন্দপতন। 'মণিকর্ণিকা' অভিনেত্রী ধনুক হাতে তিনবারের চেষ্টাতেও লক্ষ্যে তির ছুড়তে পারলেন না। বারবার তা গিয়ে পড়ছিল অদূরেই। সেই ভিডিও হয়েছে ভাইরাল। এরপর রাবণের কুশপুত্তলিকা কমিটির অন্যান্যদের সহায়তায় জ্বালানো হয়। একইসঙ্গে আরও একটি খবর শোনা যায়, যে অনুষ্ঠান শুরুর আগেই নাকি রাবণের বিশাল কুশপুত্তলিকা পড়ে যায় মাটিতে। তাকে ফের দাঁড় করিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। 


 






একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কঙ্গনাকে সেখানে দেখা যাচ্ছে তিনি ধনুক হাতে দাঁড়িয়ে রয়েছেন। আশেপাশে গণ্যমান্য ব্যক্তি ভর্তি। কীভাবে তির ছুড়বেন তাও শিখিয়ে দেওয়া হয় তাঁকে। তির ছোড়ার আগে 'জয় শ্রী রাম' ধ্বনি তুলতে শোনা যায় তাঁকে। তারপরেই অদূরে গিয়ে পড়ল তির।


 






এই ভাইরাল ভিডিওয় নেটিজেনদের সমালোচনার ঝড়। কেউ কেউ লিখলেন, 'এটা দেখে আমিই অপ্রস্তুত'। অপর একজন লেখেন, 'এই নাকি নিজের ছবির সব স্টান্ট নিজেই করেন, তারপরেও এই অবস্থা?'


আরও পড়ুন: Brahmastra 2: ফ্রেমে ফ্লপ 'রালিয়া' ? মুখ খুললেন রণবীর, 'ব্রহ্মাস্ত্র ২' নিয়ে কী আপডেট ?


দিল্লির লব কুশ রামলীলা কমিটির সভাপতি অর্জুন সিংহ, সংবাদ সংস্থা পিটিআইকে জানান যে কঙ্গনাকে সম্প্রতি পাস হওয়া মহিলা সংরক্ষণ বিলের প্রতি সম্মতি হিসাবে বেছে নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, অনুষ্ঠানের ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন মহিলা 'রাবণ দহন' করবেন।


কাজের ক্ষেত্রে কঙ্গনা রানাউতকে এরপর 'তেজস' ছবিতে দেখা যাবে যা এই বছরের ২৭ অক্টোবর মুক্তি পাবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial