নয়াদিল্লি: পাঠ্যবইয়েও এবার দেশের নাম পরিবর্তন। ইংরেজিতে India লেখার পরিবর্তে, লেখা হল Bharat. ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (NCERT) সর্বসম্মতিতে অনুমোদন দিল তাতে (NCERT Books)। NCERT প্য়ানেলের সদস্য় CI আইজ্যাক বিষয়টি খোলসা করেছেন। জানিয়েছেন প্যানেলের সব সদস্য প্রস্তাবে সম্মতি জানান। তাই NCERT-সব বইয়ে দেশের নাম India লেখার পরিবর্তে, Bharat লেখা হবে কিনা, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। (India vs Bharat)


পাঠ্যবইয়ে দেশের নাম India লেখার পরিবর্তে, Bharat রাখার দাবিতে বেশ কয়েক মাস আগেই প্রস্তাব জমা পড়ে বলে জানা গিয়েছে। এতদিনে অনুমোদন মিলল তাতে। শুধু দেশের নাম পরিবর্তনই নয়, পাঠ্যবইয়ে হিন্দুদের বিজয় আখ্যান তুলে ধরার পক্ষেও জোর দিয়েছে NCERT. পাঠ্যবইয়ে প্রাচীন ইতিহাসের পরিবর্তে 'উৎকৃষ্ট ইতিহাস' তুলে ধরতে বলা হয়েছে। 


আইজ্যাক জানিয়েছেন, প্রাচীন, মধ্য এবং আধুনিক, আর এই তিন ভাগে ইতিহাসবে ভাঙা হবে না। ইংরেজরা ওই কাজ করে গিয়েছিলেন, তাতে ভারতের অন্ধকার দিকগুলি, বৈজ্ঞানিক অসচেতনতাই ফুটে উঠেছিল। স্কুলের প্রত্যেকটি বিষয়ে Indian Knowledge System (IKS)-এর অন্তর্ভুক্তির সুপারিশও করেছে NCERT প্যানেল।


আরও পড়ুন: Rajkummar Rao: ভোট করাতে ভরসা সেই ‘নিউটন’, নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’ রাজকুমার


NCERT-এর এই সিদ্ধান্ত ঘিরে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ দেশের নাম পাল্টানোর দাবি ঘিরে অতি সম্প্রতিই উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। বিজেপি-র নেতা-সাংসদরা বেশ কিছু দিন ধরেই দেশের নাম শুধুমাত্র Bharat রাখার দাবি জানিয়ে আসছেন, সে যে কোনও ভাষাতেই হোক না কেন। জি-২০ সম্মেলনে ভারতের পুস্তিকাতেও দেশের নাম হিসেবে Bharat লেখা হয়েছিল। এমনকি বিদেশি অতিথিদের পাঠানো আমন্ত্রণপত্রেও দেশের নাম লেখা হয় Bharat.


কেন্দ্রের মোদি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। কারণ দেশের সংবিধানে স্পষ্ট বলা রয়েছে, 'India, that is Bharat...', অর্থাৎ India, যা কিনা ভারত। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশের একাধিক নাম রয়েছে। তাই দেশের নাম পাল্টানোর এই হুজুক কেন, প্রশ্ন ওঠে।


এই নিয়ে চলতি বছরে একাধিক বার বিতর্কে জড়াল NCERT. বছরের গোড়ার দিকে, প্রথমে মুঘল ইতিহাস বাদ দেওয়া হয় পাঠ্যবই থেকে। তার পর একে একে বাদ পড়ে বিবর্তনবাদ, নকশাল আন্দোলন এমনকি গাঁধী হত্যার কিছু লেখাও বাদ পড়ে। উল্লেখ্যযোগ্য ভাবে রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের উপর নিষেধাজ্ঞা বসানোর ইতিহাসও বাদ দেওয়া হয়।


Education Loan Information:

Calculate Education Loan EMI