Sara Ali Khan News: স্টেজে দাঁড়িয়ে নিজের হাতে মেরে একের পর এক কাচের বোতল ভাঙছেন সারা! তারপর?

এ দিন সারেগামাপা-তে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী সারা এবং পরিচালক আনন্দ এল রাই। সেখানেই নিজের হাতে মেরে কাঁচের বোতল ভেঙেছেন তিনি।

Continues below advertisement

মুম্বই: রীতিমতো অবাককাণ্ড। হাতে মেরে কাচের সোডা বোতল ফাটিয়ে ফেললেন অভিনেত্রী (Bollywood actress)। তাও আবার প্রকাশ্যে। নাহ, এটা কোনও শ্যুটিং-এর দৃশ্য নয়। সম্প্রতি একটি রিয়্যালিটি শো-তে এসেই সবাইকে অবার করেছেন সারা আলি খান। এ দিন সারেগামাপা-তে (SaReGaMaPa) বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) এবং পরিচালক আনন্দ এল রাই (Anand L Rai)। সেখানেই নিজের হাতে মেরে কাঁচের বোতল ভেঙেছেন তিনি। শেষ নয় এখানেই প্রতিযোগীকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সারা। 

Continues below advertisement

 

এ দিন রিয়্যালিটি শো সারেগামাপা-তে নিজের আসন্ন ছবি অতরঙ্গি রে-র প্রমোশনে এসেছিলেন সারা। আর সেখানেই অন্য কায়দায় নিজের ছবির প্রমোশনই সেরেছেন সারা। 

উল্লেখ্য, এদিন মেয়ে বনাম ছেলের একটি বিশেষ পর্ব আয়োজন করা হয়েছিল। লাজ এবং শরদ এদিন জুঙ্গি এবং তেরে রাসকে কোমর গানে একটি অসাধারণ পারফরমেন্স উপহার দেন দর্শককে। সেখানেই প্রতিযোগীকে চ্যালেঞ্জ করেন সারা। তবে তাঁকে হারাতে পারেননি প্রতিযোগী। উল্লেখ্য, শেষ অবধি এই স্টান্টে যদিও কোনও ক্ষতি হয়নি কারও। সিনেমার প্রয়োজনেই এই কায়দা প্রশিক্ষণ প্রাপ্তদের থেকেই শিখেছিলেন সারা। আর প্রমোশনে এসে তারই কিছু ঝলক দেখালেন দর্শকদের।

উল্লেখ্য, ইতিমধ্যেই বেশ প্রশংসিত এই ছবির ট্রেলার, এখন তালিকায় জুড়ল নতুন গানও। গোটা গানটাতেই দেখা যাবে অভিনেত্রী সোলো পার্ফম্যান্স। একটু অন্য ধরনের প্রেম কাহিনি নিয়ে আসছে 'অতরঙ্গি রে'। ছবিতে মুখ্য চরিত্রে সারা আলি খান ও ধনুশের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকেও (Akshay Kumar)। ২৪ ডিসেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে ছবিটি। 

সম্প্রতি মুক্তি পেয়েছে আনন্দ এল রাইয়ের (Anand L Rai) আগামী ছবি 'অতরঙ্গি রে'-র (Atrangi Re) প্রথম গান 'চকা চক' (Chaka Chak)। কিংবদন্তি সঙ্গীত পরিচালক এ আর রহমানের (A R Rahman) অনবদ্য সুরে পা মেলাতে দেখা গিয়েছে সারা আলি খানকে (Sara Ali Khan)।

ভিডিও-তে দেখা যাচ্ছে ধনুশের (Dhanush) বাগদান পর্ব চলছে, তাও অপর একজনের সঙ্গে। সংলাপে পরিষ্কার যে আসলে ধনুশের স্ত্রী খোদ সারাই। তাও স্বামীর বিয়েতে জমিয়ে নাচ করছেন সারা আলি খান। শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) কণ্ঠ যেন অন্য মাত্রা দিয়েছে। 

গানে সারা আলি খানের লুক আরও জীবন্ত করে তুলেছে তাঁর ডান্স স্টেপগুলিকে। নিওন সবুজ শাড়ি আর গোলাপী ব্লাউজে একেবারেই 'অতরঙ্গি' দেখাচ্ছে তাঁকে। নিজের ইনস্টাগ্রামে গানটি শেয়ার করেছেন অভিনেত্রী। বজায় রেখেছেন তাঁর মজার কবিতা করে ক্যাপশন লেখার ধারা। 

Continues below advertisement
Sponsored Links by Taboola