নয়াদিল্লি: অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা (Shah Rukh Khan) সুহানা খান (Suhana Khan)। মুক্তির অপেক্ষায় 'দ্য আর্চিস' (The Archies)। নিজের প্রথম কাজ নিয়ে শিরোনামে তিনি রয়েছেন, তারই মধ্যে এল নতুন খবর। আলিবাগে কৃষিজমি (farming land) কিনলেন সুহানা। 


মুম্বইয়ের কাছে আলিবাগে কৃষিজমি কিনলেন সুহানা খান


মুম্বইয়ের কাছে থালের আলিবাগ অঞ্চলে কৃষিজমি কিনলেন বাদশাহ কন্যা। সুহানা খান এই জমির দাম দিয়েছেন ১২.৯১ কোটি টাকা। লক্ষণীয় বিষয়, রেজিস্ট্রেশন ফর্মে সুহানা খানের নাম 'এগ্রিকালচারিস্ট' (agriculturist) অর্থাৎ কৃষিবিদ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।


সুহানা খানের নতুন এই সম্পত্তিতে ২,২১৮ বর্গফুট আয়তন এবং দেড় একর কৃষিজমি রয়েছে। ৭৭.৪৬ লক্ষের একটি স্ট্যাম্প ডিউটি দিয়েছেন তিনি, খবর ইন্ডেক্সট্যাপ ডট কমসেসের রেজিস্ট্রেশন রেকর্ড সূত্রে। তিন বোন, অঞ্জলি, রেখা ও প্রিয়া খোট, এই সম্পত্তি সুহানার কাছে বিক্রি করেছেন। রেজিস্ট্রেশনের কাগজপত্রে এই সম্পত্তির মালিক হিসেবে 'দেজা ভু ফার্ম প্রাইভেট লিমিটেড'-এর নাম উল্লেখ করা হয়েছে। চুক্তিতে উল্লেখ করা হয়েছে এই জমি রায়গড় জেলার আলিবাগে থাল গ্রামে রয়েছে। 


বিভিন্ন সূত্র মারফৎ খবর, থালে সমুদ্রের ধারে শাহরুখ খানেরও একটি বাড়ি রয়েছে, একটি হেলিপ্যাড ও একটি পুল সমেত। সেই বাংলোয় নিজের ৫২তম জন্মদিন পালন করেন অভিনেতা। 


প্রসঙ্গত, ইতিমধ্যেই সুহানা খান তাঁর জীবনের সর্বপ্রথম ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের চুক্তি সেরেছেন একটি প্রথম সারির কসমেটিক্স সংস্থার সঙ্গে, চলতি বছরের এপ্রিল মাসে। এছাড়া নেটফ্লিক্সের অরিজিন্যাল ছবি 'দ্য আর্চিস'-এর হাত ধরে অভিনয় জগতেও পা রাখছেন তিনি। জোয়া আখতারের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা খুশি কপূর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দও। বার্ষিক নেটফ্লিক্স টুডুম ইভেন্টে এই ছবির ট্রেলার মুক্তি পায়, ব্রাজিলের সাও পাওলোয়। ১৯৬০-এর কাল্পনিক শহর রিভারডেল, যেখানে বিখ্যাত কমিক বই সিরিজ 'দ্য আর্চিস'-এর সেট। 


আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?


খুব শীঘ্রই 'দ্য আর্চিস'-এর ভারতীয় সংস্করণের স্ট্রিমিং শুরু করবে নেটফ্লিক্স। এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে রিমা কাগতি ও জোয়া আখতারের 'টাইগার বেবি ফিল্মস', 'আর্চিস' কমিক্স ও গ্রাফিক ইন্ডিয়ার সহযোগিতায়। এখনও যদিও 'দ্য আর্চিস'-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial