মুম্বই: বলিউডে (Bollywood) ছবি তৈরির বিষয় বিপুল, বিশাল তার বিস্তার। একাধিক ক্রীড়াবিদদের (athletes) জীবন নিয়ে, তাঁদের জীবনযুদ্ধ নিয়ে অজস্র ছবি হয়েছে বলিউডে। তাদের মধ্যে অনেক এমন গল্পও রয়েছে যাঁরা নিজেদের স্থান করে নিয়েছেন অলিম্পিকসে (Olympics)। 


২৩ জুন, আন্তর্জাতিক অলিম্পিক দিবসে (International Olympics Day), একবার ফিরে দেখা যাক বলিউডের সেই সমস্ত কিছু ছবির ঝলক, যা বলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা অলিম্পিক পদকজয়ীদের কথা। 


'গোল্ড' (Gold)


১৯৪৮ সালের 'সামার অলিম্পিকস'-এ স্বাধীন ভারতের হয়ে প্রথম সোনার পদক জেতেন তপন দাস। তাঁর জীবনের না বলা, অজানা গল্প বলে এই ছবি। ভারতের প্রথম জাতীয় হকি দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন তিনি। এই চরিত্রে ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। রিমা কাগতি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন কুণাল কপূর, মৌনী রায়, সানি সিংহ প্রমুখ। 


'ভাগ মিলখা ভাগ' (Bhaag Milkha Bhaag)


ভারতীয়দের প্রিয় 'ফ্লাইং শিখ'। মিলখা সিংয়ের আত্মজীবনীমূলক এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান আখতার। ছবির গল্প আবর্তিত হয়েছিল আর্থিক ও সামাজিক বাধা ও সমস্যা সত্ত্বেও মিলখা সিংয়ের বিশ্ববিখ্যাত স্প্রিন্টার ও অলিম্পিয়ান হয়ে ওঠার সফরের গল্প ঘিরে। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এই ছবি বিপুল সাড়া পায় দর্শকদের থেকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সোনম কপূরও।


'মেরি কম' (Mary Kom)


ওমং কুমার পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। মণিপুরের বাসিন্দা বক্সিং চ্যাম্পিয়ন মেরি কমের গল্প নিয়ে এই ছবি। তাঁর প্রাক্তন কুস্তিগির বাবা ও গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে মেরি কম জিতেছিলেন ২০১২ সালের সামার অলিম্পিক্স। ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দর্শন কুমারও।


'সাইনা' (Saina)


এই ছবি অলিম্পিক পদকজয়ী শাটলার সাইনা নেহওয়ালের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আমোল গুপ্তে পরিচালিত এই ছবি দেখায় প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের অলিম্পিক পদক জয়ের গল্প।


আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?


'সুলতান' (Sultan)


আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড তারকা সলমন খান। তাঁর বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা। বক্স অফিসে ব্লকবাস্টার হয় এই ছবি। যদিও 'সুলতান' কোনও সত্য ঘটনা অবলম্বনে তৈরি নয়, এটি কাল্পনিক। কীভাবে দেশের কুস্তিগিরেরা সব বাধা বিপত্তি পেরিয়ে বড় বড় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন, সেই গল্প বলে 'সুলতান'। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial