হাইকোর্ট অবশ্য রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের আর্জি নাকচ করে দিয়েছে। সেই সঙ্গে মাদক ব্যবসায়ী বলে অভিযুক্ত আব্দুল বাসিক পারিহারের জামিনের আর্জিও মঞ্জুর হয়নি। তাঁদের গতমাসে এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছিল।
বম্বে হাইকোর্ট রিয়াকে তাঁর পাসপোর্ট জমা দিতে এবং নিয়মিত স্থানীয় থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। এনসিবি-কে না জানিয়ে মুম্বইয়ের বাইরে যেতে পারবেন না তিনি।
সুশান্তর জন্য মাদক সংগ্রহের অভিযোগে রিয়াকে গ্রেফতার করেছিল এনসিবি। গত ৮ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সবমিলিয়ে তাঁকে ২৮ জিন জেলে থাকতে হয়েছিল।
বাইকুল্লা জেল থেকে রিয়ার বেরোনোর সময় কোনও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছিল।