আসন্ন ছবি ভীরে দি ওয়েডিং-এর প্রমোশনে হাতে মঙ্গলসূত্র পরে হাজির হয়েছিলেন সোনম। নতুন ট্রেন্ড তৈরির জন্য ফ্যাশন বোদ্ধারা তাঁর প্রশংসাও করেন। কিন্তু ফেটে পড়ে টুইটার দুনিয়া। বেশিরভাগেরই বক্তব্য, গলার বদলে কবজিতে মঙ্গলসূত্র পরে সোনম ভারতীয় সংস্কৃতি ও বিবাহ নামক প্রতিষ্ঠানের অপমান করেছেন।
দেখুন সোনমের ছবি
টুইটারে একজন বলেন, মঙ্গলসূত্র কেউ কাউকে পরতে বাধ্য করে না। এটা স্বামীর প্রতি স্ত্রীর ভালবাসার প্রতীক। গলায় পরা হয় যাতে হৃদয়ের কাছাকাছি থাকে। বলিউডি নায়ক নায়িকাদের জন্মকর্ম বিদেশে, আমাদের সংস্কৃতির প্রতি ওঁদের কোনও ভালবাসা নেই। সংস্কৃতিকে ধ্বংস করছে বলিউড।
আর একজন বলেন, ধর্ম মানবে না, মেনো না। নাটক করার দরকার কী। আর একজনের মতে, এটাই নারীবাদীদের সমস্যা। ঐতিহ্য নাই বা মানলে। কিন্তু নিজের সুবিধেমত তাকে পাল্টানোর চেষ্টা একেবারে ভুল।
দেখুন এমনই কিছু টুইট