মুম্বই: আলোর উৎসবে সেজেছে মায়ানগরী। চলছে বিভিন্ন পার্টি। আর একের পর এক পার্টিতে স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ছে অনুরাগীদের। সোশ্যাল মিডিয়া ভরে উঠছে ঝলমলে ছবিতে। আলোর উৎসবের মরসুমে কী করছেন বি টাউনের তারকারা? দেখে নিন এক ঝলকে
পোশাকে রঙমিলান্তি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)-এর। সোশ্যাল মিডিয়ায় দুজনেই কালো পোশাকে ছবি শেয়ার করে নিয়েছেন। সদ্য বলিউডের একাধিক ঘরোয়া পার্টিতে হাজির হয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। প্রায় সব পার্টিকেই ক্যাটরিনার হাত ধরে তাকে নিয়ে পার্টিতে প্রবেশ করেন ভিকি।
অন্যদিকে সদ্য শ্যুটিংয়ের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। আপাতত বিশ্রামে থাকতে হচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ।
সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। সেখানে তিনি মোমবাতি হাতে শুভেচ্ছা জানিয়েছিলেন অনুরাগীদের। আর এই বছর তাঁর দীপাবলি কাটছে বিছানায়, পোষ্যের সঙ্গে। সন্তানের অপেক্ষায় দিন গুনছেন আলিয়া।
রুপোলি ঝলমলে শাড়িতে সেজেছেন জাহ্নবী কপূর (Janhabi Kapoor)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁর নজরকাড়া দীপাবলির সাজের ছবি।