নয়াদিল্লি: পরনে জলপাই রংয়ের জ্যাকেট। মাথায় ক্য়ামোফ্লেজ সেনা হ্যাট আর চোখে রোদচশমা। কার্গিলে একেবারে অন্যরূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, মুডও ছিল ভিন্ন।


প্রতিবছরই দীপাবলির দিনটা দেশের সীমান্তে জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। এই বছর তিনি পৌঁছে গিয়েছেন কার্গিলে।  সেখানেই তিনি যোগ দিলেন একটি গানের অনুষ্ঠানে। 


গানের তালে মোদি:
প্রধানমন্ত্রীর সফরের জন্য় নানা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভারতীয় সেনার জওয়ানরা। ছিল গানের অনুষ্ঠানও। সেখানেই একেবারে অন্যরূপে দেখা গেল প্রধানমন্ত্রীকে। দেশাত্মবোধক গান গাইলেন জওয়ানরা। তাঁদের পাশে দাঁড়িয়ে গান শুনলেন প্রধানমন্ত্রী। গানের সঙ্গে হাততালি দিয়ে তাল মেলালেন মোদি। জওয়ানদের উৎসাহিতও করলেন। সেই ভিডিও শেয়ার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে।  


 



কোনও উৎসবেই পরিবারের পাশে থাকতে পারেন না আমাদের জওয়ানরা। তাঁদের জন্য, তাঁদের পাশে থাকতে দীপাবলি উৎসব দেশের সেনা জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও তার ব্যতিক্রম হল না। সোমবার তিনি পৌঁছেছেন কার্গিলে।


কার্গিলে কী বললেন প্রধানমন্ত্রী:
কার্গিলে বক্তব্য রাখার সময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন, 'দীপাবলির অর্থ আতঙ্কের অবসান। কার্গিল সেটা সম্ভব করেছে। কার্গিলে আমাদের বাহিনী আতঙ্কের নাশ করেছে।' তাঁর বক্তব্যে উঠে এসেছে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতের জয়ের কথা। 


কোন বছরে কোথায়?
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। তখন থেকেই প্রতিবছর দীপাবলির দিন সেনা-জওয়ানদের সঙ্গে কাটান তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে দীপাবলি পালন করতে প্রথমবার সিয়াচেনে গিয়েছিলেন মোদি। ২০১৫ সালে ওই দিন পঞ্জাবে ছিলেন তিনি। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের জয়ের ৫০ বছর পূর্তি পালন করেছিলেন তিনি। ২০১৬ সালে চিন সীমান্তের কাছে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন। ২০১৭ সালে উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে যান তিনি। ২০১৮ সালে প্রধানমন্ত্রী গিয়েছিলেন উত্তরাখন্ডের হরশিলে। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন তিনি। গত বছর কাশ্মীরেরই নওসেরায় পৌঁছে গিয়েছিলেন তিনি। 


আরও পড়ুন: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বৃদ্ধি, দীপাবলিতে কলকাতায় কত হল পেট্রলের দাম ?