মুম্বই: বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন (Hrithik Roshan) কি প্রেমে পড়লেন? এমনই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে। কারণ? নেট দুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতার কিছু ছবি। যেখানে তাঁকে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে। মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁ থেকে এদিন হৃত্বিক রোশনকে ওই রহস্যময়ীর হাত ধরে বেরতে দেখা যায়। আর সেই ছবি ভাইরাল হতেই গুঞ্জন ছড়িয়েছে যে , তাহলে কি এবার সুজানকে ভুলে সত্যি সত্যিই প্রেমে পড়লেন বলিউডের গ্রিক গড? প্রসঙ্গত, হৃত্বিক-সুজানের বিবাহবিচ্ছেদের পর নানা সময় সুজান খানের সম্পর্কের কথা শোনা গিয়েছে।
নেট দুনিয়ায় সম্প্রতি যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, অভিনেতা এক মহিলার হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরচ্ছেন। রহস্যময়ী ওই নারীর মুখ মাস্কে ঢাকা থাকায়, তাঁকে স্পষ্টভাবে ক্যামেরায় বোঝা যায়নি। কার্গো প্যান্ট, টি শার্টের সঙ্গে নীল জ্যাকেটে একইরকম আকর্ষণীয় লাগছিল অভিনেতাকে। হৃত্বিক রোশনকে এদিন পনিটেল করতে দেখা যায়।
আরও পড়ুন - Dance With Me: নেট দুনিয়ায় ঝড় তুলেছে সলমন খানের নিজের গাওয়া গান 'ডান্স উইথ মি'
পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হওয়া ছবি দেখে নেট দুনিয়ায় ওই নারীর পরিচয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কোনও নেট নাগরিক জিজ্ঞাসা করেছেন 'ইনি কে?' আবার কোনও নেট নাগরিক জিজ্ঞাসা করেছেন, 'নতুন প্রেমিকা?' যদিও অনেকেই মনে করছেন ওই নারী আসলে অভিনেতার খুড়তুতো বোন পশমিনা হতে পারেন। যদিও অভিনেতার পক্ষ থেকে এই প্রসঙ্গে এখনও কোনও বক্তব্য শোনা যায়নি।
প্রসঙ্গত, বলিউডে আত্মপ্রকাশের আগেই সুজান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হৃত্বিক রোশন। দীর্ঘ বিবাহিত জীবনে তাঁরা ইতি টানেন বেশ কিছু বছর পর। হৃত্বিক রোশন এবং সুজান খানের বিবাহিত জীবনে বিচ্ছেদ হলেও তাঁরা এখনও একসঙ্গে নানা সময় কাটান। সন্তানদের জন্য হোক কিংবা পারিবারিক কারণে, দুজনকেই একে অপরের বাড়িতে দেখা যায়।
হৃত্বিক রোশনকে খুব শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সেফ আলি খানকে। এছাড়াও তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা। 'ফাইটার' নামের ছবিতে এই জুটিকে দেখা যাবে। অন্যদিকে, 'ম্যায় প্রেম কি দিওয়ানি হু' ছবির পর দীর্ঘদিন বাদে করিনা কপূর খানের সঙ্গে জুটি বেঁধে ছবি আসতে চলেছে তাঁর। শোনা যাচ্ছে এমনটাই।