মুম্বই: ৯০-এর দশকে বলিউডের অন্যতম সেরা ও জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রবিনা টন্ডন (Raveena Tandon)। সেই সময়ে বলিউডে কান পাতলেই শোনা যেত রবিনার সঙ্গে সমসাময়িক শিল্পা শেট্টি বা কাজলের বিশেষ বনিবনা ছিল না। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সমস্ত গুজবে জল ঢাললেন রবিনা টন্ডন।


সম্প্রতি  এক সাক্ষাৎকারে রবিনা টন্ডনকে ৯০-এর দশকের অন্যান্য অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty), করিশ্মা কপূর (Karishma Kapoor), কাজলের (Kajol) সঙ্গে  সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানান যে তাঁদের মধ্যে কোনও 'নোংরা রাজনীতি' (Dirty Politics) ছিল না। অভিনেত্রীর কথায়, 'কোনও কাটাছেঁড়া বা রাজনীতি ছিল না।' প্রথম দিন থেকেই রবিনার সঙ্গে শিল্পা শেট্টির বন্ধুত্ব ছিল বলে জানান তিনি। 'আমরা একসঙ্গে সিনেমাও করেছি। কাজলের সঙ্গেও আমার বন্ধুত্ব ছিল। কোনও খারাপ কিছু ছিল না।'


তবে একই সঙ্গে তিনি জানান করিশ্মা, শিল্পা বা কাজলের সঙ্গে সম্পর্ক ভাল থাকলেও কিছু অভিনেতা-অভিনেত্রীরা ছিলেন যাঁরা 'নোংরা' খেলা খেলতেন। কেউ কেউ সেই সময়ে গসিপের অন্তর্গতও ছিলেন। কিন্তু রবিনা সেইসব থেকে দূরে থাকতেন বলেই জানিয়েছেন। 


একবার তাঁকে একটি সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন রবিনা। সেই ব্যাপারে অভিনেত্রী বলেন, 'আমাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ এক মেয়ের আমাকে পছন্দ ছিল না, সে নিরাপত্তাহীনতায় ভুগত। সে ওই সময় এক অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন এবং জোর করে আমাকে ছবি থেকে বাদ দেওয়ায় কারণ আমাদের জুটি তখন হিট। তো সেই কারণে একটা-দুটো ছবির কাজ হাতছাড়া হয়েছে আমার।'


আরও পড়ুন: Allu Arjun Daughter: ১৬ দিন পর বাড়ি ফিরতেই মেয়ে আরহার মিষ্টি 'ওয়েলকাম', পোস্ট অল্লু অর্জুনের


১৯৯১ সালে বলিউডে অ্যাকশন ছবি 'পত্থর কে ফুল' দিয়ে পা রাখেন তিনি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান রবিনা ওই ছবির জন্য। এরপর তিনি 'খিলাড়িয়োঁ কা খিলাড়ি', 'জিদ্দি', 'গুলাম-এ-মুস্তফা' ইত্যাদি ছবি করেন। এছাড়া তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের আসনেও দেখা গেছে। গত বছরে তিনি পা রেখেছেন ওটিটি প্ল্যাটফর্মেও। নেটফ্লিক্সে 'আরণ্যক' বেশ প্রশংসিত হয়েছে।