অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর থেকে ক্রিকেটার সচিন তেণ্ডুলকর, টেনিস তারকা সানিয়া মির্জা, তালিকা থেকে বাদ যাননি কেউই।
প্রসঙ্গত, বিরাট-অনুষ্কার বিয়ের পর বলিউড ও ক্রিকেট দুনিয়া আরও একবার সাক্ষী রইল রুপোলি পর্দার সঙ্গে বাইশ গজের প্রেমগাথার। সোমবার দুপুরে ঘনিষ্ঠ কিছু আত্মীয়-বন্ধুর সামনে সাত পাকের বন্ধনে আবদ্ধ হন বিরুষ্কা। রাতে সেই খবর ঘোষণার পরই সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা বার্তায় উপচে পড়ে।
কিংবদন্তী বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন বিরুষ্কাকে তাঁদের জীবনের এই নতুন অধ্যায়ের সূচনায় এই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন
এদিকে খুব অদ্ভূতভাবেই অনুষ্কার বলিউডের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির তারিখ এবং বিয়ের তারিখের মিল রয়েছে, তফাত শুধু ৯ বছরের। ৯ বছর আগে ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছিল অনুষ্কার বলিউডের প্রথম ছবি 'রব নে বনাদি জোড়ি'। ঠিক ন বছর বাদে ১১ ডিসেম্বর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল অনুষ্কার। সেই প্রসঙ্গেই অনুষ্কার প্রথম ছবির সহ অভিনেতা শাহরুখ খানের টুইট 'আব ইয়ে হুয়ি না রিয়েল রব নে বনাদি জোড়ি'।
আর কে কী টুইট করলেন বিরুষ্কাকে দেখব একনজরে
বলিউড ছাড়াও ক্রীড়া জগত থেকে সচিন তেণ্ডুলকর, সানিয়া মির্জা, হরভজন সিংহ, পেসার উমেশ যাদব, টেস্ট বিশেষজ্ঞ চেতশ্বর পূজারা, প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন টেস্ট ওপেনার আকাশ চোপড়া, প্রাক্তন পাক ক্রিকেট দলের অধিনায়ক শাহিদ আফ্রিদি, পাক ক্রিকেট দলের প্রাক্তন সদস্য শোয়েব আখতার, ভারতীয় হকি দলের অধিনায়ক রানী রামপাল, কুস্তিগীর গীতা ফোগট সহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।
হিন্দু রীতি রেওয়াজ মেনেই সোমবার দুপুরে ইতালিতে দেশের এবছরের সবচেয়ে চর্চিত বিয়েটি সম্পন্ন হয়। অনুষ্কা-বিরাট দুজনেই পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক।