মুম্বই: হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। এখন তিনি একেবারে সুস্থ। নিজেই জানালেন অভিনেত্রী। বুধবার বিশেষ এক কারণে উদযাপনও করলেন।


সুস্থ আছেন সুস্মিতা, মাসপূর্তি উদযাপন করলেন 


গত বুধবার তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টির (angioplasty) এক মাস পূর্ণ হল। এখন তিনি সুস্থ আছেন। আর তাই এই বিশেষ দিনটি উদযাপন করতে ভোলেননি তিনি। 


এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন 'আরিয়া' অভিনেত্রী। নাটকীয় ঢঙে পোজ দিয়ে ক্যাপশনে লেখেন, 'আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর এক মাস পূর্তি উদযাপন করছি, ঠিক যেটা আমি করি সেভাবেই... কাজ করে! লাইটস, ক্যামেরা, অ্যাকশন এবং অবশ্যই ম্যাজিক! সুন্দর গান, সবসময়ের পছন্দের, অনুরোধের আসর!' নেপথ্যে শোনা যাচ্ছে শফকত আমানত আলির 'আখোঁ কে সাগর'। 


 






গতমাসে হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের জানান সে কথা। প্রধান আর্টারিতে প্রায় ৯৫ শতাংশ ব্লকেজ ধরা পড়ে তাঁর, জানান অভিনেত্রী। এরপর ইনস্টাগ্রামে একটি লম্বা লাইভ সেশন করেন তিনি। সেখানে নিজের ডাক্তারদের ধন্যবাদ জানান অভিনেত্রী। এর দিন কয়েক পরেই কাজে ফেরেন অভিনেত্রী। ফ্যাশন শোয়ে অংশ নেন তিনি। 


আরও পড়ুন: 'Chhipkali' Music Launch: 'ছিপকলি'র মিউজিক লঞ্চে চাঁদের হাট, লাইভ গান শোনালেন স্নিগ্ধজিৎ


অন্যদিকে, কাজের ক্ষেত্রে, সম্প্রতি ওয়েব সিরিজ 'তালি'র ডাবিং শেষ করেছেন সুস্মিতা। এই সিরিজ মূলত রূপান্তরকামী শ্রীগৌরী সবন্তকে কেন্দ্র করে তৈরি। জন্ম নাম গণেশ, বড় হয়েছেন পুণেতে, শ্রীগৌরী সবন্ত মুম্বইয়ের একজন রূপান্তরকামী সমাজকর্মী। ২০১৩ সালের 'ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি'র মুখ্য আবেদনকারীর অন্যতম তিনি, যার ফলে সুপ্রিম কোর্ট রূপান্তরকারীদের তৃতীয় লিঙ্গ হিসেবে চিহ্নিত করে। ২০১৪ সালে সেই ঐতিহাসিক রায় মেলে। আসন্ন এই ওয়েব সিরিজ শ্রীগৌরী সবন্তের অনুপ্রেরণামূলক জীবন কাহিনি নিয়েই তৈরি। তাঁর ছোটবেলা, বড় হয়ে ওঠা, তাঁর বদল, এবং ভারতে রূপান্তরকামীদের যে আন্দোলনে সেখানে তাঁর অবদান, সবটাই জানা যাবে সিরিজে। এই সিরিজ ছাড়াও সুস্মিতা সেন আপাতত তৈরি হচ্ছেন ডিজনি প্লাস হটস্টারে তাঁর জনপ্রিয় সিরিজ 'আরিয়া'র তৃতীয় সিজন নিয়ে।