মুম্বই: ছবির ঘোষণা হয়েছিল আগেই। বলিউডে এবার দেখা যাবে নতুন জুটি। শাহিদ কপূরের (Shahid Kapoor) বিপরীতে অভিনয় করবেন কৃতী শ্যানন (Kriti Sanon)। ছবির নাম এখনও নিশ্চিত হয়নি, তবে মুক্তির নতুন তারিখ ঘোষণা (New Release Date) করা হল নির্মাতাদের তরফে।
কবে মুক্তি পাচ্ছে শাহিদ-কৃতীর নতুন ছবি?
সোমবার মুক্তির তারিখ ঘোষণা করা হল শাহিদ কপূর ও কৃতী শ্যানন অভিনীত ছবির। ইনস্টাগ্রামে পোস্ট করা হয় এদিন 'ম্যাডক ফিল্মস'-এর পক্ষ থেকে। ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'ক্যালেন্ডারের তারিখ মার্ক করে রাখুন এই অসম্ভব প্রেম কাহিনি প্রকাশ্যে আসার জন্য, ৭ ডিসেম্বর ২০২৩! জিও স্টুডিওজ ও দীনেশ ভিজন নিবেদিত, প্রথমবার একসঙ্গে শাহিদ কপূর ও কৃতী শ্যানন অভিনীত।' ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ্। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন দীনেশ ভিজন, জ্যোতি দেশপাণ্ডে ও লক্ষ্মণ উতেকর, ম্যাডক ফিল্মস।
অর্থাৎ অমিত যোশী ও আরাধনা শাহ পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৭ ডিসেম্বর ২০২৩। শাহিদ ও কৃতী ছাড়া এই ছবিতে অভিনয় করবেন কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র ও ডিম্পল কপাডিয়া। এর আগে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের অক্টোবর মাসে।
আরও পড়ুন: Curly Hair: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?
'ককটেল', 'লাভ আজ কাল', 'লুকাছুপি'-র নির্মাতাদের হাত ধরে নতুন জুটি পাচ্ছে বলিউড। ছবির ঘোষণা পোস্টারে দেখা গিয়েছিল সমুদ্রের ধারে, সূর্যাস্তের আভা মেখে একে অপরে মজেছেন শাহিদ-কৃতি। ছবির নাম নেই, কেবল পোস্টারে লেখা, 'একটা অসম্ভব প্রেমের গল্প', শাহিদ কপূর ও কৃতি শ্যানন।
এই ছবির হাত ধরে প্রথম একসঙ্গে জুটি বাঁধবেন শাহিদ কপূর ও কৃতী শ্যানন। অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে শাহিদ কপূরের অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি 'ব্লাডি ড্যাডি'। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। অন্যদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৃতী শ্যাননের 'আদিপুরুষ'। প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন তিনি এই ছবিতে। এরপর তাঁকে দেখা যাবে 'গণপথ: পার্ট ১', টাইগার শ্রফের বিপরীতে ও করিনা কপূর, তব্বুর সঙ্গে 'দ্য ক্রু' ছবিতে।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial