মুম্বই: করোনাভাইরাস কেড়ে নিয়েছে বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের দুই ভাইকে। তবে দুই ভাইয়ের মৃত্যু সম্পর্কে বিন্দুবিসর্গও জানেন না অভিনেতা। তাঁর স্ত্রী সায়রা বানু সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।  দিলীপ কুমারের দুই ভাই এহসান খান (৯০) ও আসলাম খান (৮৮) করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁদের দুজনকেই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাঁদের দুজনেরই মৃত্যু হয়।  সায়রা বানু বলেছেন, সত্যি কথা বলতে কী, আসলাম ভাই ও এহসান ভাই যে আর নেই, তা দিলীপসাবকে জানানো হয়নি। কোনও খারাপ খবরই যেন তাঁর কানে না পৌঁছয়, তার চেষ্টা করি আমরা। অমিতাভ বচ্চন যখন করোনা আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হলেন, তখনও আমরা সে কথা জানাইনি তাঁকে। কারণ, তিনি অমিতাভকে খুব পছন্দ করেন।
সায়রা বানু জানিয়েছেন, দিলীপ কুমারের ভাইপো ইমরান ও আয়ুব এহসান খানের শেষকৃত্য সম্পন্ন করেছেন।
৯৭ বছরের অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে সায়রা বানু বলেছেন, এখন তিনি ভালো আছেন। ঘোরাটোপের মধ্য রয়েছেন। কোয়ারেন্টিনই এখন অগ্রাধিকার। কিন্তু তাঁর রক্তের চাপের কিছু পরিবর্তন হয়েছিল ডিহাইট্রেশনের কারণে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এহসান খানের মৃত্যুর কথা বৃহস্পতিবার জানিয়েছিলেন দিলীপ কুমারের পারিবারিক বন্ধু ফয়জল ফারুকি। এহসানের আগে প্রয়াত হয়েছিলেন আসলাম।