ওয়াশিংটন: করোনা পরিস্থিতিতে বিশ্বের প্রায় সব দেশই কাবু হয়ে পড়েছে, আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করছে চিন। চিনের এই আগ্রাসী নীতির শিকার ভারতও। এমনটাই মনে করছেন মার্কিন কূটনীতিক ডেভিড স্টিলওয়েল। কয়েক দিন আগে চিনের এই কার্যকলাপ নিয়ে সরব হয়েছিলেন মার্কিন স্টেট অব সেক্রেটারি মাইক পম্পেও। শান্তিপূর্ণভাবে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বার্তা দেন তিনি। আর এ বার প্রসঙ্গ টেনে আনলেন স্টিলওয়েল। উল্লেখ্য, পম্পেও’র মন্ত্রালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহসাগরীয় অঞ্চলের অ্যাসিটেন্ট সেক্রেটারির দায়িত্বেই রয়েছেন স্টিলওয়েল।
প্রসঙ্গত, স্টিলওয়েল ৩৫ বছর মার্কিন বায়ুসেনায় কর্মরত ছিলেন। চিনের মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা সংক্রান্ত পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন ২০১১-১৩ সাল নাগাদ। চিনের আগ্রাসন নীতি সম্পর্কে ভাল রকম ধারণাই তাঁর আছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেশগুলির উপর চিনের দাদাগিরির চেষ্টা সম্পর্কে স্টিলওয়েল বলেন, অত্যন্ত নিন্দনীয়ভাবে করোনা পরিস্থিতির সুযোগ নিচ্ছে চিন। তার অন্যতম নিদর্শন ভারতের সঙ্গে চিনের আকস্মিক সংঘাত।
উল্লেখ্য, গত মে মাসে গালওয়ান উপত্যকায় চিন-ভারত সেনা সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ান মারা যান। ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এত বড় সংঘর্ষ আর হয়নি। এখানেও শেষ নয়। গত ২৯ অগস্ট রাতে চিনা সেনারা অতর্কিতভাবে ভারতে ভূখণ্ডে ঢোকার যে প্রচেষ্টা চালায়। তারপর থেকেই নতুন করে লাদাখের প্রকৃত সীমান্তরেখায় উত্তেজনা দেখা দিয়েছে। প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণে দুই দেশেরই সেনা বিন্যাস করা হয়েছে। স্টিলওয়েল মনে করছেন এভাবেই চিন প্রতিবেশী দেশগুলির উপর করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে তুমুল চাপ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে।