মুম্বই: সাইবার প্রতারণার (Cyber Fraud) শিকার হলেন বলিউডের ছবি নির্মাতা বনি কপূর (Boney Kapoor)। আজ তিনি মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে, সাইবার প্রতারণার মাধ্যমে এক ব্যক্তি তাঁর ব্যাঙ্কের সমস্ত তথ্য হাতিয়ে নেয়। আর তারপরই তাঁর ব্যাঙ্ক থেকে খোওয়া যায় প্রায় চার লক্ষাধিক টাকা। 


সাইবার প্রতারকের খপ্পরে বনি কপূর-


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ছবি পরিচালক ও প্রযোজক বনি কপূরের ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হয়। সদ্যই তিনি তাঁর ব্যাঙ্ক থেকে টাকা তোলার কথা জানতে পারেন। তারপরই তিনি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন। এরপরই তিনি বুঝতে পারেন যে তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। প্রতারণার মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া ঘটনা জানার পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আম্বোলি পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।


পুলিশের কাছে বনি কপূর জানিয়েছেন যে, তাঁর কাছে কোনও অস্বাভাবির ফোন কল কিংবা মেসেজ আসেনি। না তিনি কোনও ব্যক্তিকে তাঁর ব্যাঙ্কের তথ্য দিয়েছেন। যদিও তদন্তকারীরা আন্দাজ করছেন যে, কোনওভাবে প্রতারকরা বনি কপূরের ক্রেডিট কার্ডের তথ্য জেনে নেয়। এবং তার মাধ্যমে তাঁর ব্যাঙ্ক থেকে টাকা খালি করে। 


এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি বনি কপূরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫টি ইনস্টলমেন্টে ৩.৮২ টাকা তুলে নেয় প্রতারকরা। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে যে, গুরুগ্রামের কোনও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে।


আরও পড়ুন - Shah Rukh Khan: কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে ডান্স ফ্লোর মাতাচ্ছেন কিং খান, দেখুন ভাইরাল ভিডিও


অন্যদিকে, বনি কপূরের বড় মেয়ে জাহ্নবী কপূর বেশ কয়েক বছর আগেই বলিউডে পা রাখেন অভিনেত্রী হিসেবে। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। এবার বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন বনি কপূরের ছোট মেয়ে খুশি। সম্প্রতি পরিচালক জোয়া আখতার তাঁর আগামী ছবি 'দ্য আর্চিস'-এর টিজার পোস্ট করেছেন। যাতে একসঙ্গে তিন স্টার কিডকে দেখা যাচ্ছে। খুশি কপূর ছাড়াও শাহরুখ কন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যর আত্মপ্রকাশ হবে বলিউডে এই ছবি দিয়ে। যদিও এটি সিনেমা হলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।