কলকাতা : গরুপাচার কাণ্ডে আজ ফের হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধনা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। "যত দুর্নীতি সব আপনার সজ্ঞানে হয়েছে", এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন অধীর।


হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল-


গরুপাচার কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। আজ নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, অসুস্থতার কারণ দেখিয়ে নিজাম প্যালেসে আসেননি অনুব্রত। "চিকিৎসকরা ১৫ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।" সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন বীরভূম তৃণমূলের সভাপতি। চাইলে বাড়িতে গিয়ে সিবিআইকে জিজ্ঞাসাবাদের প্রস্তাব দিয়েছেন অনুব্রত।


আরও পড়ুন ; শারীরিক অসুস্থতার দোহাই, গরুপাচার মামলায় ফের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত


এপ্রসঙ্গে কী বললেন অধীর ?
 
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "চালাকি করে এড়িয়ে যাচ্ছেন। দিদির পরামর্শে এড়াচ্ছেন। দিদি বুদ্ধি দিচ্ছেন, আমার হাসপাতাল খোলা আছে। চলে এস, এখানে থাক। খাওদাও, মস্তি করো। গরুপাচার কাণ্ডে আর কৈফিয়ৎ তলবে যেতে হবে না। গোটা সরকার জড়িত, এটা স্পষ্ট। গরুপাচারকাণ্ড শুধু নয়, পশ্চিমবঙ্গের সব দুর্নীতিতে বাংলার মুখ্যমন্ত্রী নিজেকে ধোয়া তুলসি পাতা বলে প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সব কিছু জানেন। আপনার সজ্ঞানে সব কিছু হয়েছে। যত দুর্নীতি সব আপনার সজ্ঞানে হয়েছে। আপনি ধোয়া তুলসি পাতা হওয়ার চেষ্টা করলেও কিন্তু হবে না। কারণ, আপনার যাঁরা সবথেকে কাছের লোক, তাঁরা একের পর এক দুর্নীতির জালে ফাঁসছেন।"


গরু পাচার মামলায় গত সপ্তাহেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। সেই জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ থাকায়, শুক্রবার ফের তাঁকে তলব করা হয়। কিন্তু তার আগেই কলকাতা থেকে বীরভূম চলে যান অনুব্রত। সিবিআই সূত্রে দাবি, গত সপ্তাহে হাজিরা দিতে এসেই, সাড়ে তিনটের সময় তাঁর চিকিত্‍সকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বলে জানান অনুব্রত মণ্ডল। অনুরোধ করেন, তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। 


সিবিআই সূত্রে দাবি, সেই জন্য অনুব্রতরর জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ হলেও বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। সিবিআই অফিস থেকে বেরিয়ে গত সপ্তাহে SSKM-এ যান অনুব্রত। সেখানে পরীক্ষা করার পর, মেডিক্যাল বোর্ড তাঁকে ১৫ দিন বেড বিশ্রামের পরামর্শ দেন বলে খবর।