কলকাতা: ফের একবার পর্দায় বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)তবে প্রেমের গল্পে নয়, পোস্টারে ভয় ধরাচ্ছে কৌশানির লুক! সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'অন্তর্জাল'-এর পোস্টার।


সদ্য মুক্তি পেয়েছে প্রার্জুন মজুমদারের নতুন ছবি ‘অন্তর্জাল’-এর (Antarjaal) প্রথম লুক। পোস্টারে দেখা যাচ্ছে, একটি আধো অন্ধকার জায়গায় দাঁড়িয়ে বনি। কিন্তু তাঁর শরীরের একাংশ দেখা যাচ্ছে না। কারণ সামনেই রয়েছে হাতে ধরা একটি ছুরি। আর সেই ছুরির ফলাতেই ফুটে উঠেছে কৌশানীর মুখ। বেশ গা ছমছমে এই ছবির ফার্স্ট লুক পোস্টার (First Look Poster)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে নিয়েছেন বনি ও কৌশানি দুজনেই।


ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন বনি ও কৌশানি। বনির চরিত্রের নাম অপূর্ব সেনগুপ্ত। কৌশানির চরিত্রের নাম লহরী। এই ছবির গল্প কৌশানি কেন্দ্র করেই। নারীকেন্দ্রিক এই ছবি থ্রিলারধর্মী। তবে তার সঙ্গে অন্যান্য গল্পের বিষয়বস্তু রয়েছে বলেও জানা যাচ্ছে। 


ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২৯ জুলাই। নতুন পোস্টারেই ঘোষণা করা হয়েছে মুক্তির দিন। তবে গল্পের আঁচ পেতে গেলে অপেক্ষা করতে হবে ট্রেলারের জন্য।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">