কলকাতা: ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত 'রবিন্স কিচেন' (Robin's Kitchen)। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে প্রথম সপ্তাহে প্রায় ৭ লক্ষ টাকার ওপরে ব্যবসা করেছে, তাও কেবল সিঙ্গল স্ক্রিনেই! কিন্তু ছবির ব্যবসা নিয়ে 'ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ প্রযোজক মুকেশ কুমার পাণ্ডের (Mukesh Pandey)। এবিপি লাইভকে কী জানালেন তিনি?
'ছবির ব্যবসা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে', অভিযোগ বনি-প্রিয়ঙ্কার ছবির প্রযোজকের
'রবিন্স কিচেন' ছবি মুক্তি পেয়েছে শহর ও শহরতলির একাধিক প্রেক্ষাগৃহে। প্রযোজকের দাবি, তাঁরা মাত্র দুই মাল্টিপ্লেক্সে স্থান পেয়েছে। মুকেশ কুমার পাণ্ডের দাবি, 'সকলেই বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলেন। কিন্তু আমাদের ছবির পাশে শুধুমাত্র সিঙ্গল স্ক্রিনই দাঁড়িয়েছে। প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে ৭-৮টা স্ক্রিন বেশি পেয়েছি। মোট ২৮টা স্ক্রিনে ছবি চলছে তার মধ্যে ২৬টাই সিঙ্গল স্ক্রিন। দর্শকও আসছেন। ভালবাসাও দিচ্ছেন। কিন্তু বাজারে এমন ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে যে বনি-প্রিয়ঙ্কার সিনেমা নাকি ২০০০ টাকার ব্যবসা করেছে। এই তথ্য সঠিক নয়। প্রথম সপ্তাহে সিঙ্গল স্ক্রিনে আমাদের ছবি ৭ লক্ষের ওপরে ব্যবসা করেছে। যদি শুধু মাল্টিপ্লেক্সের কথাও ধরি, সেখানেও ৩ হাজারের ওপরে ব্যবসা হয়েছে। এই ধরনের ভুয়ো তথ্য ছড়ালে আমাদের ক্ষতি হয়ে যাবে!'
কিন্তু কারা এমন তথ্য ছড়াচ্ছে? প্রযোজকের নিশানায় মূলত নানা ইউটিউবার। তাঁর দাবি, 'বিভিন্ন ইউটিউবাররা সঠিক তথ্য না জেনেই ব্যবসার পরিমাণ বলে দিচ্ছেন। বনি সেনগুপ্ত রয়েছেন মানেই যেন একটা নেতিবাচক ধারনা ছড়াতেই হবে! বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা সকলেই বলেন, দাঁড়ান না বিশেষ কেউ। আমি সিঙ্গল স্ক্রিনগুলোর কাছে, দর্শকের কাছে কৃতজ্ঞ। আমি চাই সকলের কাছে সঠিক তথ্যটা যাক।'
প্রসঙ্গত, বাপ্পার পরিচালনায় 'পাণ্ডে মোশন পিকচার্স'-এর ব্যানারে পর্দায় মুক্তি পেয়েছে 'রবিন্স কিচেন'। ডার্ক থ্রিলার ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন শান্তনু নাথ, কেশব ভট্টাচার্য ও সস্রীক গঙ্গোপাধ্যায়ও। সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব চক্রবর্তী। ছবি প্রসঙ্গে পরিচালক বাপ্পা বলেছিলেন, 'আমি সবসময়ই একটু অন্যরকম, ভিন্ন ধারার কাজ করতে পছন্দ করি। সেক্ষেত্রে 'রবিন্স কিচেন'ও ব্যতিক্রম নয়। সাম্প্রতিককালে বাংলায় রোমাঞ্চ ভরা রোম্যান্স বোধহয় দর্শকের খুব একটা দেখা হয়নি। তাই এইরকম একটি গল্প লিখে ফেলা। বনি দা ও প্রিয়ঙ্কার দির সঙ্গে প্রথম কাজ, খুব ভাল অভিজ্ঞতা।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।