কলকাতা: বর্তমানে চর্চায় রয়েছে 'বর্ডার ২' (Border 2) ছবিটি। সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বরুণ ধবন (Varun Dhawan)। সদ্য মুক্তি পেয়েছে, নতুন গান, 'ঘর কব আওগে'। আর সেই গান মুক্তির পরেই চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে পড়েছেন বরুণ। প্রশ্ন উঠে গিয়েছে তাঁর অভিনয় নিয়েও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বরুণ ধবনের বিভিন্ন ক্লিপিংস পোস্ট করেছেন। অনেকে বলেছেন, বরুণ ধবন আদৌ অভিনয় জানেন তো? এবার নিজেই অভিনেতা যাবতীয় ট্রোলিংয়ের উত্তর দিয়েছেন। কী বলেছেন তিনি? 

Continues below advertisement

বরুণ 'বর্ডার ২'-এ অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'মেজর হোসিয়ার সিং দাহিয়া। আপনাদের সবার ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।' সোশ্যাল মিডিয়ায় বরুণ এই ছবি পোস্ট করার পরে, অনেকেই নেচিবাচক মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন, বরুণ এমন সুযোগ পেয়ে এই ধরণের অভিনয় করলেন কী করে? একজন তো সরাসরিই লিখেছেন, 'ভাই, আপনার অভিনয় নিয়ে মানুষ প্রশ্ন তুলছে, সে বিষয়ে আপনি কী বলবেন?'। এর উত্তরে বরুণ লেখেন, 'এই প্রশ্নটাই গানটাকে সাফল্য দিয়েছে। সবাই উপভোগ করছে। রব দি মেহের।' বরুণের এই জবাবে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। প্রত্যেকেই বরুণকে সমর্থন করেছেন। 

বরুণের পরিবারে নতুন সদস্য

Continues below advertisement

গত বছরের জুন মাসে বরুণ নাতাশার পরিবারে আসে নতুন সদস্য। তাঁদের পরিবারে খুদে সদস্যের আসার খবর প্রথম জানিয়েছিলেন বাবা ডেভিড ধবন। ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন বরুণ ও নাতাশা। স্কুলজীবন থেকেই একে অপরকে পছন্দ করতেন বরুণ ও নাতাশা। পরে তাঁরা পারিবারিকভাবে আরও কাছাকাছি আসেন। একুশ সালের জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ এবং নাতাশা। যদিও সাধামাটাভাবেই বিয়ে সারেন এই দম্পতি। বিয়ের প্রস্তুতি নিয়েও কোনও আড়ম্বর করতে চাননি তাঁরা। যার জন্য, সেই খবর প্রথম দিকে চাপা ছিল।  বিয়ের তিন বছরের ঠিক পরপরই এবার তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই সন্তানের নাম। লারা নামের অর্থ ক্ষেত্রবিশেষে লাবণ্য, সুরক্ষা বা জয়। যে মানুষের মধ্যে সৌন্দর্য ও প্রাণোচ্ছ্বলতা দুইই থাকে, তাকেও লারা চলে। অন্যদিকে, ভিন্ন সংস্কৃতিতে এর ভিন্ন অর্থ রয়েছে। লাতিনে বাড়ি ও জমি রক্ষক দেবতার নাম লারা। লারা নামের গ্রিক অর্থ দেবদূত। রাশিয়ায় লারিসা নামের ছোট সংযোজন ‘লারা’। এই নামের অর্থ আনন্দিত।