কলকাতা: সংসারের চাপে স্বপ্নদের হারিয়ে যাওয়া, পড়াশোনা, কেরিয়ার ছেড়ে ব্যস্ত হয়ে পড়া সংসারে.. এই গল্প তো ঘর থেকে শুরু করে ছোটপর্দা, বড়পর্দা সব জায়গাতেই । কিন্তু এই গল্প কিছুটা আলাদা । কেরিয়ার, শিক্ষিকা হওয়া... এইসব তাঁর স্বপ্নই ছিল না । তাঁর স্বপ্ন রান্নাঘর, হাতা, খুন্তি... ঠিক এই প্রেক্ষাপটেই বাঁধা হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) । মুখ্যভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ।


মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত দ্বিতীয় ছবি বৌদি ক্যান্টিন (Boudi Canteen)-এর ট্রেলার (Trailer) । নতুন ছবি বৌদি ক্যান্টিন-এর গল্প লিখেছেন অরিত্র সেন । চিত্রনাট্য সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় । সংলাপ লিখেছেন সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় । অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত নিজে । তিনিই এই ছবির পরিচালনা করেছেন । রান্না করতে ভালোবাসে এমন মেয়ের অস্তিত্ব খোঁজবার গল্প বলবে এই ছবি । ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে স্বয়ং পরিচালকেই । এছাড়াও ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) । 


আরও পড়ুন: Mahalaya: 'কখনও দেবীর কোনও রূপে সামনে আসিনি, প্রথমবারেই দুর্গা', উচ্ছ্বসিত সোনামণি


ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম পৌলমী । তিনি বাড়ির প্রত্যাশার চাপে শিক্ষিকা হলেও, তাঁর আসল ভালোবাসা কিন্তু তেল, নুন, মশলায় রান্না । আর তাই, চাকরি সামনেও হামেশাই রান্নাঘরে ঢুকে পড়েন শুভশ্রী । অবাক শাশুড়িও.. 'আজকালকার মেয়ে হলে এতকিছু একসঙ্গে কী করে যে পারো তুমি...' উত্তরে অল্প হেসে পৌলমী বলে, 'রান্নাটা আমি ভালোবাসি মা' ।