India Turkey Relation: পাকিস্তানকে সমর্থনের জের। এবার তুরস্ককে সিনেমার শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়ার ব্যাপারে পুনর্বিবেচনা করার আর্জি জানাল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িস (FWICE)। সমস্ত ভারতীয় সিনেমা প্রযোজকদের কাছে এই আবেদন জানানো হয়েছে। FWICE - এই সংগঠন জানিয়েছে, তাদের মতাদর্শ হল 'জাতি সবার প্রথমে'।
ভারতীয় মিডিয়া এবং বিনোদন শিল্পের ৩৬টি ক্ষেত্র, যেমন- কর্মী, টেকনিশিয়ান এবং শিল্পীদের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংস্থা হল FWICE, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িস। পাকিস্তানের প্রতি তুরস্কের ক্রমবর্ধমান সমর্থন দেখে এই সংগঠন সমস্ত ভারতীয় চলচ্চিত্র প্রযোজকদের কাছে জোরালো ভাবে আহ্বান জানিয়েছে, যাতে তাঁরা তুরস্ককে সিনেমার শ্যুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়ার আগে এই বিষয়ে পুনর্বিবেচনা করেন। যে প্রেস বিবৃতি FWICE- এর পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে তুরস্কের পাকিস্তানকে ক্রমাগত সমর্থনের বিষয়টি ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের জাতীয় স্বার্থকে প্রভাবিত করে এমন বিষয়ে পাকিস্তানকে ক্রমাগত সমর্থন জানাচ্ছে তুরস্ক।
প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডের একাধিক ছবির শ্যুটিং এযাবৎ হয়েছে তুরস্কে। সেই তালিকায় রয়েছে প্রচুর জনপ্রিয় সিনেমাও। শোনা যায়, অন্যান্য অনেক দেশের তুলনায় তুরস্কে ছবির শ্যুটিং করা তুলনায় কম খরচসাপেক্ষ। আর তাই পরিচালক-প্রযোজকদের পছন্দের তালিকায় বরাবরই থেকেছে তুরস্কের বিভিন্ন জায়গা। অন্যদিকে আজকাল তুরস্কের অনেক টিভি সিরিজও আজকাল হিন্দিতে অনুবাদ করে সম্প্রচার করা হয় ভারতে, কারণ এই সব অনুষ্ঠান দেখার চাহিদা রয়েছে। এই অবস্থায় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িস- এর এ হেন আবেদনে আদৌ ভারতীয় প্রযোজকরা সাড়া দেবেন কিনা কিংবা কী পরিস্থিতি তৈরি করবে তা বলবে সময়।
অন্যদিকে জানা গিয়েছে, তুরস্কের বিভিন্ন পণ্য বয়কটের ডাক দিয়েছেন এদেশের ব্যবসায়ীরা। তালিকা রয়েছে তুরস্কের আপেল। পুণে এবং মুম্বইয়ের ফল ব্যবসায়ীরা তুরস্ক থেকে আপেল আমদানির ব্যাপারে বয়কটের ডাক দিয়েছেন বলে শোনা যাচ্ছে।