মুম্বই: একটা সপ্তাহ পেরিয়েছে মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবিকে ঘিরে যেমনটা প্রত্যাশা ছিল নির্মাতাদের, তেমনই হচ্ছে ব্যবসা। প্রথম সপ্তাহ দুর্দান্ত ছিল এই ছবির বক্স অফিস কালেকশন। দ্বিতীয় সপ্তাহতেও কি একই ধারা বজায় রাখতে পারবে রণবীর-আলিয়ার এই ছবি? 


দ্বিতীয় সপ্তাহে কত টাকার ব্যবসা করতে পারে 'ব্রহ্মাস্ত্র'?


ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ইতিমধ্যেই 'ব্রহ্মাস্ত্র'র হিন্দি ভার্সন ব্যবসা করে ফেলেছে ১৬১ টাকার। এছাড়াও দক্ষিণী ভাষাগুলিতে এই ছবি ব্যবসা করেছে ২০ কোটি টাকার। তাঁরা আন্দাজ করছেন, দ্বিতীয় সপ্তাহর শেষে আরও ৪০ কোটি টাকার ব্যবসা করতে পারে এই ছবি। অর্থাৎ, দ্বিতীয় রবিবারের শেষে 'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশন থাকতে পারে ২১২ কোটি টাকার কাছাকাছি।


বিভিন্ন সূত্রে খবর, চলতি বছর মুক্তি পাওয়া কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া টু' সর্বমোট ব্যবসা করেছিল ২২১ কোটি টাকার। চলতি বছর সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকায় এটি দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'। যা ৩০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছিল। দুটি ছবিরই বাজেট ছিল তুলনায় অনেক কম। এই তালিকারই পরবর্তী জায়গায় রয়েছে অক্ষয় কুমারের 'সূর্যবংশী'। যা সবমিলিয়ে ১৯৫ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় সপ্তাহে যদি 'ব্রহ্মাস্ত্র' ভালো ব্যবসা করতে পারে, তাহলে টপকে যেতে পারে 'সূর্যবংশী'র বক্স অফিস কালেকশনকে। ছবি তৈরির খরচের দিকে দেখতে গেলে অনেক বেশি বাজেটের ছবি 'ব্রহ্মাস্ত্র'। এই ছবিটি তৈরি করতে প্রায় ৪০০ কোটি টাকার মতো খরচ হয়েছে বলে জানা যায়।


আরও পড়ুন - Ajay Devgn: একই দৃশ্য আলাদা-আলাদা ছবিতে, কাজলের প্রশংসায় পঞ্চমুখ অজয় দেবগন


প্রসঙ্গত, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি প্রথম দিনেই ৩৬ কোটি টাকার ব্যবসা করেছিল । এই বছরের মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে সবচেয়ে বেশি লাভ করা ছবি এটি । 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি', 'ভুল ভুলাইয়া ২', 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পর এটি বক্স অফিসে দাগ কাটার মতো চতুর্থ ছবি । ব্রহ্মাস্ত্র ছবিতে গ্রাফিক্স ও ভিএফএক্সের ব্যবহার রয়েছে । উন্নত এই গ্রাফিক্সের কাজ দেখার আকর্ষণেও সিনেমাহলে যাচ্ছেন দর্শকেরা- । সেইসঙ্গে আলিয়া ও রণবীরের রসায়ন তো রয়েছেই ।