নয়াদিল্লি: অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। বড়পর্দায় প্রথমবার একসঙ্গে দেখতে পাওয়া যাবে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt)। ছবির নাম 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। রিয়েল লাইফ কাপল প্রথমবার রিলে কেমন রসায়ন তুলে ধরে তা দেখার তর সইছে না কারও। অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত কল্প বিজ্ঞান থ্রিলার ঘরানার এই ছবির প্রথম লুক প্রকাশের পর থেকেই তাই উত্তেজনা চরমে।


বারাণসীতে রণবীর-আলিয়া


এবার তাঁদের শ্যুটিংয়ের ভিডিও ভাইরাল হচ্ছে। বারাণসীর ঘাটে দুই তারকার শ্যুটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে, রণবীর এবং আলিয়া দু'জনকেই শ্যুটিংয়ের পরে ঘাটে হাঁটতে দেখা যাচ্ছে। 'ব্রহ্মাস্ত্র'-এর পুরো টিম বর্তমানে বারাণসীতে ছবির শেষ পর্যায়ের শ্যুটিং সারতে ব্যস্ত। 


 






'ব্রহ্মাস্ত্র' ছবির অভিনেতা ও অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে গতকাল থেকে ট্রেন্ড করছে। কয়েকটি ছবিতে রণবীর ও আলিয়াকে অন্যান্য মানুষদের সঙ্গে নৌকায় চড়ে ভ্রমণ করতে দেখা যায়। সেটাও শ্যুটিংয়ের অংশ বলেই মনে করা হচ্ছে।


আরও পড়ুন: Guns and Gulaab: প্রকাশ্যে 'গুনস অ্যান্ড গুলাবস'-এ রাজকুমারের ফার্স্ট লুক






বিমানবন্দরে ক্যামেরাবন্দি


রণবীর এবং আলিয়া সোমবার মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন। তাঁরা সেই সময় ছবির শেষ শিডিউলের শ্যুটিংয়ের জন্য বারাণসী যাচ্ছিলেন। তারকা জুটিকে সাধারণ পোষাকে দেখা যায়।


'ব্রহ্মাস্ত্র' ছবির নির্মাতারা সম্প্রতি ছবিতে আলিয়া ভট্টের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন। তাঁর ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে আলিয়া লেখেন, 'ভালবাসা এবং আলো।' আলিয়ার মা অভিনেত্রী সোনি রাজদান পোস্টটিতে 'সুপার' লিখে বেশ কয়েকটি ইমোজি দিয়ে কমেন্টও করেছিলেন।


রণবীর ও আলিয়া অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে ৯ সেপ্টেম্বর। ছবিতে অভিনয় করবেন অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি ও মৌনী রায়ও।