কলকাতা: প্রয়াত অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী (Brijesh Tripathi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সদ্য ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তিনি, সেরেও উঠেছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। তবে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 


মূলত ভোজপুরী অভিনেতা বলে পরিচিত হলেও, বলিউডে একাধিক কাজ করেছেন ব্রিজেশ। ১৯৭৯ সালে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল 'সাঁইয়া তোহারে কারণ' ছবির হাত ধরে। ভোজপুরী ছবির পাশাপাশি, একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন ব্রিজেশ। তাঁর মুক্তি পাওয়া প্রথম বলিউডের হিন্দি ছবি হল 'ট্যাক্সি চোর' (Taxi Chor)। অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), ধর্মেন্দ্র (Dharmendra), শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), রজনীকান্ত (Rajnikanth), রবি কিষণের (Ravi Kishan) মতো প্রথম সারির তারকাদের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন ব্রিজেশ 


হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, প্রথমে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। সপ্তাহ ২ আগেই মেরঠের একটি হাসপাতালে ছিলেন তিনি। সেই সময়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসায় সাড়া দেন তিনি, সুস্থও হয়ে ওঠেন। নির্দিষ্ট সময়ে মুম্বইয়ের বাড়িও ফিরে গিয়েছিলেন অভিনেতা। তবে বাড়িতে থাকাকালীনই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।


ব্রিজেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউড থেকে শুরু করে ভোজপুরী ছবির একাধিক অভিনেতা। রবি কিষাণ প্রয়াত অভিনেতাকে নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, 'ব্রিজেশের সঙ্গে প্রায় ১০০টি ছবিতে কাজ করেছি আমি। কেবল ভাল অভিনেতা হয়, মানুষ হিসেবেও ব্রিজেশ ছিল দারুণ। ওর চলে যাওয়ায় ভোজপুরী ছবিতে একটা যুগের অবসান ঘটল।' আজ মুম্বইতে অভিনেতা ব্রিজেশের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।


বিভিন্ন চরিত্র সমান দক্ষতায় ও ভীষণ সাবলীল ও বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তুলতে পারতেন ব্রিজেশ। শাহরুখ, সলমন অমিতাভের মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে কাজ করলেও নিজগুণে পর্দায় জায়গা করে নিতে পারতেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিনেদুনিয়ার মানুষ ছাড়া অন্যান্য তাঁর অনুরাগীরাও।


আরও পড়ুন: Tanuja Hospitalised: অনেকটাই সুস্থ, খুব তাড়াতাড়ি আইসিইউ থেকে ছাড়া পাবেন তনুজা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে