মুম্বই: গত বছর মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে অন্যতম ব্লকবাস্টার হিট ছবি 'পুষ্পা' (Pushpa)। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) এই ছবিকে ঘিরে উন্মাদনা ভুলে যায়নি কেউ। বরং, প্রথম ছবির বিপুল জনপ্রিয়তার পর দর্শকেরা এখন অপেক্ষা করে রয়েছেন 'পুষ্পা'র সিক্যুয়েলের জন্য। ইতিমধ্যেই জানা গিয়েছে শ্যুটিং শুরু হয়ে গিয়েছে 'পুষ্পা ২'-এর। তবে, সাম্প্রতিক যে খবরে নেটিজেনদের চোখ কপালে উঠছে, তা হল, 'পুষ্পা ২' (Pushpa 2) ছবির বাজেট বেড়ে গিয়েছে বিপুল পরিমাণে। প্রথম ছবি বাজেট অনুযায়ী ব্যবসা করেছিল ব্যাপক মাত্রায়। দর্শকদের সেই উন্মাদনা ফেরত আনতে 'পুষ্পা ২'-এর নির্মাতাও নেমে পড়েছেন জোরকদমে। পুরোদমে চলছে শ্যুটিং। জানেন, 'পুষ্পা ২' (Pushpa The Rule) তৈরি করতে কত টাকা খরচ (Pushpa The Rule Budget) হচ্ছে?
'পুষ্পা দ্য রুল' ছবির বাজেট কত?
'পুষ্পা। পুষ্পা রাজ। ঝুকেগা নেহি...।' এই ডায়লগেই মেতে উঠেছিল গোটা দেশ। একাধিক ভাষায় মুক্তি পাওয়া এই ছবির ডায়লগ থেকে গান দিয়ে তৈরি হচ্ছে রিল। সোশযাল মিডিয়া উত্তাল হয়েছিল তাতে। নেট দুনিয়ায় চোখ রাখলেই দেখা যেত সাধারণ মানুষ থেকে তারকারা রিল তৈরি করছেন 'পুষ্পা'র সিগনেচার স্টাইলে অথবা গানে। তাই স্বাভাবিকভাবেই এই ছবির সিক্যুয়েলকে ঘিরেও আগ্রহে রয়েছেন দর্শকেরা। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সিক্যুয়েল তৈরির জন্য ছবির বাজেট বিপুল পরিমাণে বাড়িয়ে দিয়েছেন নির্মাতারা। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এই ছবির বাজেট সম্পর্কে অফিশিয়ালি কোনও তথ্য দেওয়া হয়নি। কিন্তু বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 'পুষ্পা দ্য রুল' তৈরি করতে নাকি খরচ হচ্ছে ৩৫০ কোটি টাকা।
আরও পড়ুন - Anupam Kher: ক্যানসারকে হারিয়েছেন স্ত্রী, কঠিন সময় পেরনোর অভিজ্ঞতা শেয়ার অনুপম খেরের
প্রসঙ্গত, গত বছর ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল 'পুষ্পা দ্য রাইজ'। প্রায় ২০০ কোটি টাকা ছিল এই ছবির বাজেট। আর বক্স অফিসে ঝড় তোলা এই ছবির সারা দেশজুড়ে ব্যবসা করে প্রায় সাড়ে তিনশো কোটি টাকারও বেশি। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য এমনই। টানটান উত্তেজনায় ভরা এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে। তাঁর বিপরীতে অভিনয় করেন রশ্মিকা মন্দান্না। যাঁকে এই ছবিতে অভিনয়ের পরই 'ন্যাশনাল ক্রাশ' বলা হতে থাকে। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দান্না অভিনীত 'পুষ্পা দ্য রাইজ' ছবির সিক্যুয়েল আসতে চলেছে। নির্মাতাদের পক্ষ থেকে ব্লকবাস্টার হিট এই ছবির সিক্যুয়েল 'পুষ্পা দ্য রুল'-এর শ্যুটিং শুরুর কথা ঘোষণা করা হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এই ছবি।