নয়াদিল্লি: বলা হয় তিনি 'জাতীয় ক্রাশ' (National Crush)। দক্ষিণী ছবির (South Industry) অন্যতম সফল জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna)। পা রাখতে চলেছেন বলিউডেও। একের পর এক দু-দুটো ছবি নিয়ে বলিউডে আত্মপ্রকাশ (Bollywood Debut) করছেন রশ্মিকা। 


রশ্মিকা মান্দান্নার 'ডাবল ধামাকা'


রশ্মিকা মান্দান্না আপাতত মুম্বইয়ে সারছেন একের পর এক কাজ। সেই সঙ্গে পাইপলাইনে দু-দুটো হিন্দি ছবি। রণবীর কপূরের (Ranbir Kapoor) বিপরীতে তাঁকে দেখা যাবে 'অ্যানিম্যাল' (Animal) ছবিতে। সেই সঙ্গে রয়েছে 'গুডবাই' (Good Bye)। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করবেন অভিনেত্রী। চলছে ডাবিং পর্ব।


অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, 'এখন প্রচণ্ড ব্যস্ত শিডিউলে চলছিলেন রশ্মিকা। আগামী ছবির শ্যুটিং নিয়ে প্যাকড তিনি। এখন তিনি রয়েছেন মুম্বইয়ে এবং 'অ্যানিম্যাল' ছবির শ্যুটিং সারছেন।'


সূত্র মারফত আরও খবর, সম্প্রতি 'অ্যানিম্যাল' ছবির বেশ কিছু দৃশ্যের শ্যুটিং দিল্লিতে সেরেছেন তিনি। এবার 'গুডবাই' ছবির ডাবিং শুরু করবেন এবং দুটো ছবি নিয়ে রীতিমতো জাগলিংয়ের অবস্থা তাঁর। 


আরও পড়ুন: Katrina Kaif: অক্ষয়ের গালে ক্যাটরিনার চড়! পুরনো কথা স্মরণ করলেন নায়িকা


অন্যদিকে, কাজের ক্ষেত্রে, এই দুটো ছবি ছাড়াও একাধিক কাজ মুক্তির অপেক্ষায়। হিন্দিতে তাঁর আরও একটি ছবির কাজ চলছে। সেই সঙ্গে দুটি দক্ষিণী ছবি রয়েছে। 'অ্যানিম্যাল' ও 'গুডবাই' ছাড়াও 'পুষ্পা ২' (Pushpa 2) রয়েছে তাঁর ঝুলিতে। তাছাড়া সিদ্ধার্থ মলহোত্রর (Sidharth Malhotra) বিপরীতে রয়েছে 'মিশন মজনু' (Mission Majnu), বিজয় থালাপতির (Vijay Thalapathy) সঙ্গে রয়েছে 'ভারিসু' (Varisu)।


সম্প্রতি ঘোষণা হয়েছে টাইগার শ্রফ (Tiger Shroff) অভিনীত, শশাঙ্ক খৈতান পরিচালিত 'স্ক্রু ঢিলা' ছবির নাম। সেই ছবিতে টাইগারের সঙ্গে রশ্মিকাকে জুটি বাঁধতে দেখা যাবে বলে খবর সূত্রের। অন্যদিকে 'গুড বাই' ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে রশ্মিকাকে। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক পোস্টারও।