মুম্বই: সিনেমার পর্দায় 'বাবুরাও' এবং 'রাজু'র মধ্যে খুনসুঁটি উপভোগ করেছি সকলেই। কিন্তু পর্দার সেই খুনসুঁটি বাস্তবে বড় আকার ধারণ করতে চলেছে। 'Hera Pheri 3' ছবি থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। আর সেই নিয়ে তাঁর বিরুদ্ধে অক্ষয় কুমার মামলা করতে চলেছেন বলে খবর। শেষ মুহূর্তে পরেশ ছবি থেকে সরে দাঁড়ানোয় যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বাবাদ ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অক্ষয় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। (Akshay Kumar)

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, অক্ষয়ের প্রযোজনা সংস্থা 'Cape of Good Films' পরেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে। পরেশের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ অক্ষয় এবং তাঁর প্রয়োজনা সংস্থার লোকজন। পরেশকে বাজারের তুলনায় তিন গুণ বেশি পারিশ্রমিক দেওয়া হলেও, যেভাবে শেষ মুহূর্তে ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি, তাতে তাঁর মধ্যে পেশাদারিত্বের অভাব দেখতে পাচ্ছেন সকলে। (Paresh Rawal)

ওয়াকিবহাল মহলের এক ব্যক্তি সংবাদমাধ্যমে বলেন, "পেশাগত ও ব্যবসায়িক নীতির ধার ধারেননি পরেশ রাওয়াল। ছবি যদি শেষই না করবেন, চুক্তিতে সই করার সময়ই জানানো উচিত ছিল। এত টাকার বিনিয়োগ। প্রযোজকের ক্ষতি করলেন উনি। হলিউডের মতো এবার বলিউডের অভিনেতাদেরও বুঝতে হবে যে, ইচ্ছে মতো চুক্তি ভেঙে যখন তখন বেরিয়ে যাওয়া যায় না।" (Hera Pheri 3)

'Hera Pheri' সিরিজের আগের দু'টি ছবিতে চুটিয়ে অভিনয় করেন অক্ষয়, পরেশ এবং সুনীল শেট্টি। তাই তৃতীয় ছবিটির ঘোষণা হতেই উৎফুল্ল হয়ে ওঠেন অনুরাগীরা। কিন্তু কিছু দিন ধরেই ছবির শ্যুটিং নিয়ে নানা গুঞ্জন সামনে আসছিল। শেষ পর্যন্ত, গত ১৯ মে সোশ্যাল মিডিয়ায় পরেশ নিজেই ছবি ছেড়ে বেরিয়ে আসার ঘোষণা করেন। তাঁর সেই সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়ার মধ্যে পরেশ লেখেন, 'এই সিদ্ধান্তের নেপথ্য়ে সৃজনশীলতা নিয়ে মতপার্থক্য ছিল না। ছবির পরিচালক প্রিয়দর্শনকে অসম্ভব ভালবাসি আমি, শ্রদ্ধা করি, ওঁকে বিশ্বাস করি'।

তাহলে ঠিক কী কারণে ছবি ছাড়লেন পরেশ? এখনও তার সদুত্তর মেলেনি যদিও। তবে এব্যাপারে তত্ত্ব উঠে আসছে। শোনা যাচ্ছে, ছবির জন্য ২৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন পরেশ, যা হজম হয়নি অক্ষয়ের। পরেশের মনে হয়েছিল, তাঁর অভিনীত 'বাবুরাও' চরিত্রটি দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করে রয়েছে। তাই ওই পারিশ্রমিক প্রাপ্য তাঁর। কিন্তু এতে বেজায় চটে যান অক্ষয়। সেই নিয়ে মতপার্থক্যের জেরেই কি তাহলে ছবি থেকে নিজেকে সরিয়ে নেন পরেশ? সেই নিয়ে গুঞ্জনের মধ্যেই দুই অভিনেতার মধ্যে আইনি লড়াই বাঁধতে পারে বলে ইঙ্গিত মিলছে।