কলকাতা: নতুন ছবি 'বুমেরাং' থেকে সরলেন অভিনেতা সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharyya)। সোশ্যাল মিডিয়ায় আজ নিজেই এই খবর জানিয়েছেন অভিনেতা। তবে কোনও বিতর্ক নয়, শারিরীক অসুস্থতার কারণেই নতুন ছবি থেকে সরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আজ সত্যম জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তিনি। 


সত্যম লিখেছেন, 'দীর্ঘ চোখের সমস্যার জন্য নতুন ছবি বুমেরাং থেকে আমি সরে আসছি। এটা আমার, পরিচালক ও প্রযোজকের যৌথ সিদ্ধান্ত। ছবির সঙ্গে যুক্ত সকল কলাকুশলীকে আমার শুভেচ্ছা 'বুমেরাং'-কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য়। ওঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ যে ওঁরা আমার জন্য শেষদিন পর্যন্ত অপেক্ষা করেছেন। কিন্তু আমার চোখটা মোটেই তাড়াতাড়ি সারছিল না। শুধু তাই নয়, আমার থেকে অন্যদের সংক্রমণ ছড়াবার সম্ভাবনাও ছিল। সবদিক ভেবে আমি ছবিটা থেকে নিজেকে সরিয়ে নিলাম। '


এখানেই শেষ নয়, সত্যম জানিয়েছেন, তাঁর জায়গায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সৌরভ দাস (Sourav Das)-কে। তাকেও নতুন চরিত্র ও ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন সত্যম। এই ছবিতে দেবচন্দ্রিমার সঙ্গে জুটি বাঁধার কথা ছিল সত্যমের। সেই চরিত্রে সৌরভকে দেখা যাবে। সৌরভের সঙ্গেই জুটি বাঁধছেন দেবচন্দ্রিমা।


এই ছবিতে জিৎ-এর সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে মজার মোড়কে। জিৎ ও রুক্মিণীর জুটিকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দর্শকেরা। অন্যদিকে, দেবচন্দ্রিমা ও সৌরভের জুটি নিয়েও সমান আগ্রহ থাকবে। 


প্রসঙ্গত, সামনেই জোড়া ছবি মুক্তি পাবে সত্যমের। বিরসা দাশগুপ্তের (Birsa Dashgupta)-র ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে সত্যমকে। অন্যদিকে রক্তবীজ ছবিতেও দেখা যাবে সত্যমকে। পরিচালক অভিনন্দন দত্তের (Abhinandan Dutta) হাত ধরে এবার ওয়েব সিরিজে দেখা যাবে সত্যম ভট্টাচার্য ও দেবরাজ ভট্টাচার্যকে। ওটিটি প্ল্যাটফর্ম 'প্ল্যাটফর্ম ৮'-এর হয়ে এই সিরিজ তৈরি হয়েছে।এই সিরিজের গল্প মূলত 'মৃত্যু রহস্য' কেন্দ্রিক। সিরিজে সত্যম ও দেবরাজ ছাড়াও অভিনয় করেছেন, ঈশানী সেনগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য, লোকনাথ দে, আরিয়ুন ঘোষ প্রমুখরা। সিরিজের শ্যুটিং হয়েছে লোলেগাঁওয়ের কাছে কাফের গাঁও বলে একটি জায়গায়। মার্ডার মিস্ট্রি ঘরানার এই সিরিজের ওয়ার্কিং টাইটেল 'ডেথ অফ এ উইম্যান' (Death Of A Woman)।


 






আরও পড়ুন: 'Project K': প্রভাস-দীপিকার 'প্রজেক্ট কে'র নাম বদলে এখন 'কলকি ২৮৯৮ এডি', প্রকাশ্যে টিজার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial