মুম্বই: ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী লিসা রায়ের শরীরেও একসময় বাসা বেঁধেছিল মারণ কর্কট রোগ। যদিও সেই মারণ ব্যাধিকে আজ তিনি জয় করেছেন। এবার তিনিই সোনালি বেন্দ্রেকে পাঠালেন এক হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোনালি সকলকে জানিয়েছেন যে তিনি হাইগ্রেড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে নিউইয়র্কে তাঁর চিকিতসা চলছে।




এই খবর শোনার পর থেকে কার্যত সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছে। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে যেমন বার্তা পাঠিয়েছেন আম আদমি, তেমনই ইন্ডাস্ট্রির লোকজনও তাঁর শিগগিরই সুস্থ হয়ে ওঠার জন্যে প্রার্থনা করেছেন। এবার সোনালিকে এই কঠিন লড়াই জয়ের জন্যে মনের জোর দিলেন লিসা রায়। নিজেকে ক্যান্সার গ্র্যাজুয়েট বলেন লিসা। শনিবার তিনি টুইট করে বলেন,




২০০৯ সালে ক্যান্সার বাসা বাঁধে লিসার শরীরে। তার একবছর পর অভিনেত্রী জানান, তিনি ক্যান্সার-মুক্ত। তাঁর শরীরে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। যদিও যেধরনের ক্যান্সারে আক্রান্ত হন লিসা, সেটা কখনওই সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব নয়। তাই হয়তো কখনওই এটা বলা যাবে না যে তিনি পুরোপুরি বিপদমুক্ত। তবে আপাতত তিনি সুস্থ।