নয়াদিল্লি: ১৭ মে শুরু হল '৭৫তম কানস্ ফিল্ম ফেস্টিভ্যাল' (75th Cannes Film Festival)। এই বছরে ভারতকে 'কান্ট্রি অফ অনার' (Country of Honour) হিসেবে ঘোষণা করা হয়েছে 'মার্চ দু ফিল্মস' (Marche’ Du Films) বা কানস ফিল্ম মার্কেটে। এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে ভারতই প্রথম যে এমন তকমা পেল। 


কান ফিল্ম ফেস্টিভ্যালে ৬ ভারতীয় ছবি


এই বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে মোট ৬টি ভারতীয় ছবি দেখানো হবে। তবে এই ছবিগুলি ফেস্টিভ্যালের প্রতিযোগিতার অংশ নয়। কোন কোন ছবি দেখানো হবে?


 






রকেট্রি - দ্য নামবি এফেক্ট


এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। ছবির মুখ্য চরিত্রেও দেখা যাবে তাঁকে। ইসরোর প্রাক্তন বৈজ্ঞানিক এবং বৈমানিক ইঞ্জিনিয়ার নাম্বি নারায়ণনের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি। ১৯৯৪ সালে, নারায়ণনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা গোপনীয়তা ফাঁস করার অভিযোগ আনা হয়েছিল। পরে তিনি তাঁর মামলা লড়েন এবং ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট থেকে রায় পান।


গোদাবরী


নিখিল মহাজনের মারাঠি ছবি এটি। এই ছবিটি মূলত নিশিকান্ত দেশমুখকে কেন্দ্র করে তৈরি। তাঁদের দুই আত্মীয়ের মৃত্যুর সঙ্গে লড়াই করার গল্প বলবে এই ছবি। নীনা কুলকার্নি, জিতেন্দ্র যোশী, বিক্রম গোখলে এই ছবিতে অভিনয় করেছেন। 


আলফা বিটা গামা


শঙ্কর শ্রীকুমার পরিচালিত রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি। ৫২তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় এই ছবিটি দেখানো হয়। করোনার সময়ে লকডাউনে আটকে পড়া এক মহিলা, তাঁর হতে চলা প্রাক্তন স্বামী ও হতে চলা স্বামীকে নিয়ে তৈরি এই গল্প।


বুম্বা রাইড


বিশ্বজিৎ বোরার 'বুম্বা রাইড'কে ভারতের গ্রামীণ শিক্ষা ব্যবস্থার দুর্নীতির ব্যঙ্গচিত্র হিসেবে মনে করা হয়। গল্পটি একটি দরিদ্র স্কুলকে ঘিরে যেখানে বুম্বা নামে একজন মাত্র ছাত্র রয়েছে।


ধুঁই


'গমক ঘর' খ্যাত পরিচালক আঁচল মিশ্র এই ছবি তৈরি করেছেন। 'ধুঁই' একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাকে নিয়ে তৈরি যে পথনাটক করে পেট চালাত। এর আগে ছবিটি ২২তম মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। ছবিটি দারভাঙ্গায় তৈরি।


আরও পড়ুন: Bonny-Koushani Update: প্রযোজনা সংস্থা খুললেন বনি-কৌশানী, নাম 'বি কে এন্টারটেনমেন্ট'


নিরায়ে তথাকালুল্লা মরম


মালয়লম এই ছবির পরিচালক জয়রাজ। ছবিতে এক বালককে দেখা যাবে যে এক অন্ধ ব্যক্তিকে বাড়ি খুঁজতে সাহায্য করে। ওই ব্যক্তির নিজের নাম ছাড়া আর বিশেষ কিছুই মনে নেই।


উল্লিখিত চলচ্চিত্রগুলি ছাড়াও, সত্যজিৎ রায়ের ১৯৭০ সালের ছবি 'প্রতিদ্বন্দ্বী' একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থাপন করা হবে। ছবিটি ১৯৫৬ সালে 'ফেস্টিভ্যাল ডি কানস'-এ প্রদর্শিত হয়েছিল।