কলকাতা: শুরু হয়েছে '৭৭তম কান চলচ্চিত্র উৎসব' (Cannes Film Festival)। কথায় বলে, বিনোদন দুনিয়ায় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব এটি। এবার সেখানে নিজের স্থান পাকা করে এলেন বাঙালি অভিনেতা-পরিচালক সৌম্যজিৎ মজুমদার (Soumyajit Majumdar)। 'কান ফিল্ম মার্কেট' (Cannes Film Market) থেকে ভারতীয় পরিচালক সৌম্যজিৎ মজুমদার আনলেন সুখবর। তাঁর আগামী ছবি 'জয়গুরু' এই বছর 'কান ফিল্ম মার্কেট'-এ প্রতিনিধিত্ব করছে। 


'কান ফিল্ম মার্কেট' থেকে ফিরলেন সৌম্যজিৎ মজুমদার, আনলেন সুখবর 


'কান চলচ্চিত্র উৎসব'-এ শুধু যে দেশবিদেশের সিনেমা প্রদর্শিত হয় তাইই নয়, সেই সঙ্গে বিনোদন দুনিয়ার ব্যবসায়িক দিকেরও এক বিশাল বিস্তার ঘটে এখানে। নানা স্তর পেরিয়ে কোনও ছবি যদি 'কান ফিল্ম মার্কেট'-এ নিজের স্থান পাকা করতে পারে, তাহলে নানা ধরনের সুযোগ সুবিধা পেতে পারে সেই ছবি। মিলতে পারে বিদেশি প্রযোজক ইত্যাদি। 


বাঙালি অভিনেতা-পরিচালক সৌম্যজিৎ মজুমদারের পরবর্তী ছবি ‘জয়গুরু’ 'কান ফিল্ম মার্কেট'-এ প্রতিনিধিত্ব করছে ২০২৪-এ। বাউল লোকশিল্পী পার্বতী বাউলের জীবনের ওপর নির্ভর করে এই ছবিটি তৈরি হবে। এটিই প্রথম ভারতীয় সিনেমা যা ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে। বর্তমানে এই ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে।


'বাউল' ইউনেস্কোর (UNESCO) মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য (Intangible Cultural Heritage) হিসাবে স্বীকৃত। এটি অবিভক্ত বাংলা থেকে তৈরি হওয়া গান ও নাচের (ভক্তি যোগিক পরম্পরা) একটি পুরনো আধ্যাত্মিক ঐতিহ্য। 'বাউল' রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বব ডিলান, অ্যালেন গিন্সবার্গের মতো শিল্পীদেরও অনুপ্রাণিত করেছে।


এই ছবিটি প্রসঙ্গে পরিচালক সৌম্যজিৎ মজুমদার বলেন, 'কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে আমার যোগাযোগ সেই ২০১৭ সালে ফরাসি চলচ্চিত্র 'ক্র্যাশ টেস্ট অ্যাগলে'-এর প্রিমিয়ার দিয়ে শুরু হয়েছিল। আমি সেই বিদেশী চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলাম। এখন, যেন একটা পূর্ণ বৃত্ত তৈরি হল যখন ২০২৪ সালে আমার নিজের সিনেমা 'জয়গুরু' এই কান চলচ্চিত্রে উৎসবে উপস্থিতি পাচ্ছে। 'জয়গুরু' শুধু একটা ফিল্মই নয়, প্রায় ২ বছর ধরে আমি পার্বতী জিকে নিয়ে গবেষণা করছি। ওঁর জীবন এই সত্যের সাক্ষ্য দেয় যে বাউলের আধ্যাত্মিক শক্তি জীবনকে রূপান্তরিত করতে পারে। ছবিটি তাঁর জীবনযাত্রার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যদি এটি বায়োপিক নয়।' ভারতের প্রথম সারির সিনেম্যাটোগ্রাফার রবি বর্মনের তত্ত্বাবধানে ২০২৫ সালে এই ফিল্মের প্রধান কাজ শুরু হবে। পরিচালক বলেন, 'আমি খুবই কৃতজ্ঞ যে তাঁর মতো একজন যাঁর কাজ আমরা এর আগে মণিরত্নম, ইমতিয়াজ আলি, অনুরাগ বসুর বিভিন্ন ছবিতে দেখেছি, তিনি 'জয়গুরু'তে কাজ করতে রাজি হয়েছেন।' 


এই ছবির ব্যাপারে পার্বতী শেয়ার করেছেন, '১ বছরেরও বেশি সময় ধরে সৌম্যজিৎ এই গল্পটির জন্য গবেষণা এবং প্রস্তুতি নিচ্ছে। কঠোর পরিশ্রম করেছেন এবং ওঁর প্রতিশ্রুতি এবং আন্তরিকতার প্রশংসা করছি। এই ছবি কোনও ব্যক্তির জীবনের গল্প বলার চেষ্টা করে না। শুরু থেকেই লক্ষ্য পরিষ্কার, একটি সুন্দর যুগের পুরনো, কালজয়ী আধ্যাত্মিক ঐতিহ্যকে পরিবেশন করা। এর মাধ্যমে বাউল জ্ঞানকে আরও অনেক বেশি শ্রোতাদের কাছে নিয়ে যাওয়ার এটাই সবচেয়ে উপযুক্ত সময়।'


আরও পড়ুন: SaReGaMaPa Legends: অভিজিতের স্নেহের প্রশ্রয়ে অনির্বাণ শোনালেন 'নয়ন সরসী কেন...', আপ্লুত নেটদুনিয়া


সৌম্যজিৎ মজুমদারের 'LOK আর্টস কালেকটিভ' (ভারত/ইউকে) সহ ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রযোজক অনিরুদ্ধ এবং অপর্ণা দাশগুপ্ত (অ্যাডিটেড মোশন পিকচার্স - ইউএসএ/ইন্ডিয়া) চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। এটি মুনসুর আলি (চেয়ারম্যান - লন্ডন সিটি কর্পোরেশন কালচার অ্যান্ড হেরিটেজ, প্রতিষ্ঠাতা-পরিচালক মোরিঙ্গা স্টুডিও) এবং প্যারিসের চয়ন সরকার (ফ্রান্সের টুলুজ শহরের রাষ্ট্রদূত) দ্বারা সহ-প্রযোজনা করা হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।