সৌরভ দাস, বাংলা ওয়েব সিরিজের পরিচিত মুখ। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তিনি উঠে এসেছেন খবরের শিরানোমে। অভিনয়ের পাশাপাশি তাঁকে রাজনীতির ময়দানেও সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে একাধিক সময়ে। সম্প্রতি আবারও তিনি উঠে এলেন খবরে। শর্ট ফিল্ম 'ক্যানভাস'-এ এবার মিলতে চলেছে সৌরভ দাস। বৃহস্পতিবার ওয়েব প্ল্য়াটফর্মে মুক্তি পেল এই ছবিটি।
'ক্যানভাস'-এ একজন মূক স্কেচ আর্টিস্টের চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস। তার চরিত্রের নাম রূপক। যে খুব ছোটবেলাতেই নিজের মা-বাবাকে হারায়। ছোট ভাইকে সঙ্গী করেই সে গড়ে তোলে নিজের পৃথিবী। তবে এই চরিত্রটির একটি বিশেষ দিক আছে। অনেক অল্প বয়স থেকেই ছবি আঁকতে ভালবাসত রূপক। ছবির মাধ্য়মেই সে ফুটিয়ে তুলত তার মনের অজানা গল্প। কথা বলতে না পারা রূপকের জীবনের প্রতিটি বাঁকে জড়িয়ে রয়েছে নানান টানাপোড়েনের কাহিনি।
একদিন রূপকের জীবন হঠাৎ-ই অন্য়দিকে মোড় নেয়। তার আঁকা একটি স্কেচের সঙ্গে হুবহু মিলে যায় এক দাগী খুনির মুখ। এই স্কেচ নিয়ে শুরু হয় তদন্ত। পাশাপাশি অপরাধীর দল খোঁজ করতে থাকে রূপকের। এই অবস্থায় রূপক কি নিজেকে বাঁচাবে পারবে! নাকি গল্প মোড় নেবে অন্য দিকে। মূলত এই নিয়ে এগিয়েছে ছবির গল্প। সৌরভের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত মুখ হৃশু মণ্ডল।
'ক্যানভাস' শর্টফিল্মটির পরিচালনা করেছেন সৌম্যজিত আদক। ইতিমধ্য়েই বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে ছবিটি। পরিচালকের বিশ্বাস বাংলার দর্শকও ছবিটি পছন্দ করবেন।
অভিনেতা সৌরভ দাস বলেন "চরিত্রে বিভিন্ন শেড নিয়ে তৈরী এই রূপকের চরিত্র, খুন আর রহস্যের বেড়াজালে মানুষকে একটা ভালো চরিত্র উপহার দিতে পারব নিশ্চই"।
প্রসঙ্গত এর আগে সৌরভ দাস ‘মন্টু পাইলট’, ‘গড়িয়াহাটের গ্য়াংলর্ডস’, ‘চরিত্রহীন’, ‘আস্তে লেডিস’, ‘তিন কাপ চা’, ‘ওরে মা’, ‘অপহরণ’, ‘চরিত্রহীন ২’, ‘মন্টু পাইলট’, ‘কামিনী’-র মত একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন ও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।