মুজাফ্ফরপুর: প্রতারণার অভিযোগ সলমন খান, অনুষ্কা শর্মার বিরুদ্ধে!
শুধু সুলতান-এর মুখ্য অভিনেতা-অভিনেত্রীই নন, পরিচালক আলি আব্বাস জাফর এবং অন্যান্যদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মুজ্জাফরপুরে মামলা দায়ের করেছে মহম্মদ সাবির আনসারি ওরফে সাবির বাবা নামে এক ব্যক্তি। স্থানীয় আদালতে মামলা রুজু করেন তিনি।
সাবিরের অভিযোগ, এই ছবিটির কাহিনী-পট তাঁর জীবন অবলম্বনে তৈরি। সুলতান-এর জন্য তাঁকে ২০ কোটি টাকা রয়্যালটি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু ছবি মুক্তির পরও তা তিনি পাননি।
সাবিরের কৌঁসুলি সুধীর কুমার ওঝা জানিয়েছেন, ২০১০-এ মুম্বইয়ে সলমনকে নিজের জীবনের গল্প শোনান তিনি। তখন সলমন প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবিরের এই গল্প কোনওদিন রূপোলি পর্দায় ফুটে উঠলে তিনি রয়্যালটি বাবদ টাকা দেবেন।
প্রতিশ্রুতি না রাখায় ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রত্যারণা), ৪০৬ ধারায়(বিশ্বাসভঙ্গ) সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। আগামী ২৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
সলমন, অনুষ্কার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ !
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jul 2016 02:28 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -