নয়াদিল্লি: কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত বহু প্রতীক্ষিত রোম্যান্টিক কমেডি (Romantic Comedy) 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) মুক্তি পেতে চলেছে আগামী ২৮ জুলাই। তার আগে চলছে ছবির পুরোদমে প্রচার। ইতিমধ্যেই রণবীর (Ranveer Singh) ও আলিয়ার (Alia Bhatt) এই ছবি 'সেন্ট্রাল বোর্ড অফ পিকচার সার্টিফিকেশন'-এর (CBFC) তরফে U/A সার্টিফিকেট পেয়েছে তবে বাদ পড়েছে বেশ কিছু দৃশ্য ও সংলাপও। 


'রকি' ও 'রানি'র প্রেমের গল্পে CBFC-এর কাঁচি


কর্ণ জোহরের পরিচালনায় এই সপ্তাহেই মুক্তি পাচ্ছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। তার আগে রবিবার শোনা গেল সেন্সর বোর্ডের তরফে U/A ছাড়পত্র পেয়েছে এই ছবি। তবে নাকি বাদ পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। এছাড়াও ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাখা এক সংলাপ নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। 


কোন কোন সংলাপ ও দৃশ্যের সঙ্গে সমঝোতা করে মিলল ছাড়পত্র?


শোনা যাচ্ছে, ছবির একাধিক দৃশ্যে এক বিশেষ অশ্রাব্য গালিগালাজ ব্যবহার করা হয়। যা বাদ দিয়ে দেওয়া হয়েছে অন্য শব্দ দিয়ে। এছাড়া মহিলাদের অন্তর্বাসের উল্লেখ ছিল, তাও বদলে দেওয়া হয়েছে অপর এক শব্দ দিয়ে। এছাড়া মদের এক নির্দিষ্ট ব্র্যান্ডের নাম বদলে দেওয়া হয়েছে। এছাড়া ছবি থেকে তিনটি সংলাপ সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই সংলাপগুলি লোকসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত ছিল বলে খবর সূত্রের। 


প্রসঙ্গত, এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর শোরগোল পড়ে বাঙালি দর্শকদের মধ্যে। ছবি বাঙালি পরিবারের সন্তান আলিয়া ভট্ট। ট্রেলারের এক দৃশ্যে আলিয়ার মুখে শোনা যায়, 'খেলা হবে' সংলাপটি। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে এই স্লোগান পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থক থেকে নেতানেত্রী সকলের মুখে প্রচারিত হয়। ফলে ছবিতে লোকসভা নির্বাচন ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে যে কাঁচি চালানো হয়েছে বলে খবর, তা থেকে অনেকেই মনে করছেন যে বাদ পড়েছে ওই নির্দিষ্ট সংলাপও। 


এছাড়া, সূত্রের খবর ছবিতে এক অন্তর্বাস দোকানের দৃশ্য রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সেন্সর বোর্ডের তরফে বলা হয়েছে সেই দৃশ্যের সংলাপ 'মহিলাদের পক্ষে অসম্মানজনক' তাই সেটি বাদ দিতে বলা হয়। এছাড়াও বিতর্ক তৈরি হয় ট্রেলারে দেখানো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত দৃশ্য নিয়েও। শোনা যাচ্ছে, সেই দৃশ্য সম্পূর্ণ বাদ না গেলেও কিছু পরিবর্তন করা হয়েছে। 


আরও পড়ুন: 'Jawan': শাহরুখ অভিনীত 'জওয়ান' ছবিতে 'ইনটেন্স লুক'-এ বিজয় সেতুপতি? নতুন পোস্টার প্রকাশ্যে


এই সমস্ত বদল ও মডিফিকেশনের পরই ১৯ জুলাই, বুধবার 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটিকে U/A সার্টিফিকেট দেওয়া হয়েছে। ছবির অফিসিয়াল রানিং টাইম ১৬৮ মিনিট যা প্রায় ২ ঘণ্টা ৪৮ মিনিটের সমান। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial