নয়াদিল্লি: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তভার আজই হাতে নিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রথমে সুশান্ত ও তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা হবে। প্রয়োজনে দিল্লিতে গিয়েও তদন্ত করতে পারে সিবিআই। তবে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ পাওয়া এখন সহজ হবে না বলে মনে করছেন সিবিআইয়ের তদন্তকারীরা।
এরইমধ্যে বিজেপি সাংসদ ও মহারাষ্ট্রের নেতা নারায়ণ রাণে অভিযোগ করেছেন, সুশান্তকে খুন করা হয়েছে। সুশান্তের মৃত্যুর আগের দিন অভিনেতা সুরজ পাঞ্চোলির বাড়ির পার্টিতে কারা গিয়েছিলেন, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি। অভিনেতা দিনো মোরিয়া ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে এ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন রাণে। সুরজ যদিও রাণের অভিযোগ প্রসঙ্গে পাল্টা বলেছেন, তাঁর নাম অনর্থক ওই ঘটনায় টেনে আনা হচ্ছে।
বুধবার বিহারে বিজেপি-জেডিইউ জোট সরকারের সুপারিশ মেনে নেয় মোদির সরকার। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করবে সিবিআই - এ কথা সুপ্রিম কোর্টে জানান সলিসিটর জেনারেল।
সুশান্তের মৃত্যুর তদন্তভার আজই হাতে নিল সিবিআই, পরীক্ষা করা হতে পারে সুশান্ত-রিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2020 11:32 AM (IST)
অভিনেতা দিনো মোরিয়া ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে এ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন বিজেপি সাংসদ ও মহারাষ্ট্রের নেতা নারায়ণ রাণে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -