কলকাতা: 'হাওয়া' (Hawa) এবার কলকাতায়। যে ছবি দেখতে চলচ্চিত্র উৎসবে প্রেক্ষাগৃহের বাইরে লাইন দিয়েছিল দর্শক, ভিড় সামলাতে কার্যত হিমসিম খেয়েছিল নন্দন কর্তৃপক্ষ ও পুলিশ, সেই ছবি এবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে! আগামী ১৬ ডিসেম্বর এই রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-র 'হাওয়া'।                                                                                                                                                                                           


সোশ্যাল মিডিয়ায় আজ এই খবর শেয়ার করে নিয়েছেন চঞ্চল চৌধুরী নিজেই। কলকাতা ও পশ্চিমবঙ্গে এই ছবি মুক্তি পাবে ১৬ তারিখ। সব ঠিক থাকলে গোটা ভারতে এই ছবি মুক্তি পাওয়ার কথা ৩০ ডিসেম্বর। তবে এখনও পর্যন্ত কিছু ছাড়পত্র পাওয়া বাকি।                                                                                 


আরও পড়ুন: Manoj Bajpayee: মাতৃহারা মনোজ বাজপেয়ী, ১ বছর আগে প্রয়াত অভিনেতার বাবাও


ছবিটির পরিবেশক ‘রিলায়্যান্স’। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার এক দিন পরেই শহরে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। অন্যদিকে, ৯৫ তম আকাডেমী অ্যাওয়ার্ডসে প্রবেশের অনুমতি পেয়েছে 'হাওয়া'। দাবি, সারা বছরে সবচেয়ে বেশি ব্যবসা করেছে এই ছবি।                                                                                                                                                         


আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখতে পাননি অনেকেই। আর সেই আফশোসই যেন মিটিয়ে দিতে প্রেক্ষাগৃহে 'হাওয়া' বইবে। তবে বাংলাদেশে ও বিভিন্ন জায়গায় বহুল প্রশংসিত এই ছবি কলকাতা ও পশ্চিমবঙ্গে কতটা ব্যবসা করতে পারে এখন সেটাই দেখার।