কলকাতা: রবিবার ছিল 'পিতৃ দিবস' (Father's Day)। একাধিক তারকা তাঁদের বাবাদের সঙ্গে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ করেন স্মৃতিচারণ। ছেলে ও বাবার একসঙ্গে একটি ছবি পোস্ট করেন তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। মিষ্টি ছবিতে দাদুকে জড়িয়ে অভিনেতার ছেলে। ক্যাপশনে খানিক আবেগঘন (emotional post) শোনাল অভিনেতাকে। 


চঞ্চল চৌধুরীর 'ফাদার্স ডে' পোস্ট


এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, 'বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ... যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে। বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকূল পাথার, বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।'


গত বছর ডিসেম্বরে প্রয়াত হন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা। দীর্ঘদিন ধরে অসুস্থও ছিলেন। বাবার মৃত্যুর পর এই প্রথম পিতৃ দিবস এল। তিনি লেখেন, 'সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেওয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে, অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোনও সন্তান, আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তাঁর কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না। ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন... এই প্রার্থনা।' সবশেষে তিনি লেখেন, 'সকল বাবার প্রতি শ্রদ্ধা।'


 






বাবার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে অভিনেতা লেখেন, '২৭ ডিসেম্বর রাতে বাবা আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে চলে গেল পরলোকে। গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেল এই গ্রামেরই আলো বাতাসে, পদ্মার জলে। সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গিয়েছিলাম যে, বাবাকে তো নদীর পাড়েই রেখে এসেছি। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। সারা বাড়িময়, ঘরময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে।...'


আরও পড়ুন: Curly Hair: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?


এই বছর মাতৃ দিবসে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'সময়ের পার্থক্য এটুকুই... গত বছর এই দিনে মায়ের কপালে লাল টকটকে সিঁদুর ছিল। বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা।'


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial