কলকাতা:  মৃণাল সেনের (Mrinal Sen)  চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) । বেশি দিন আগের কথা নয়। সালটা ২০১৮। ঠিক আজকের দিনেই এ শহর ছেড়ে চির ঘুমের দেশে পাড়ি দেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক মৃণাল সেন । আর তার মৃত্যু বার্ষিকীর দিনেই যাবতীয় জল্পনায় জল ঢেলে মন ছুঁয়ে গেলেন সৃজিত মুখোপাধ্যায়। বলাইবাহুল্য, এই গোটা মহানগরে মনের মণিকোঠায় কীভাবে বসবাস করেন মৃণাল সেন। আর এবার প্রয়াত পরিচালকের বায়োপিকে সোনার কাঠি ছোঁয়ালেন সৃজিত !


সৃজিত মানেই ফিউশন। আর যার অ্যাকিউরিসি লেভেল বেশ ভাল মতো জানা। কতটা হলুদ মেশালে স্বাদ যায় না, সেসব কথাই বরাবর জানান দিয়েছে তার আগের ছবিগুলি। অটোগ্রাফ হোক কিংবা চতুষ্কোণ, প্রতিটা ছবিই বরাবর এত নিখুঁত ডিটেলিংয়ের পথে হাঁটেন, সংলাপ, পিকচারাইজেশন, গানের লাইন, লিরিকের শব্দ নিয়েও তিনি বেজায় খুঁতখুঁতে ! স্বাভাবিক, তার ছবি দেখার অপেক্ষায় সবাই থাকে। একে তো বিষয়, তার উপর কাস্টিং। এতদিকে যার নজর, তিনি যখন মৃণাল সেনের বায়োপিকে হাত দিয়েছেন, তাই বারবার প্রশ্ন আসছিল কে ধরবেন 'পদাতিক'-র পতাকা ? অবশেষে এদিন সোশ্যালে শেয়ার করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আসলে সবার মনে প্রশ্ন ঘুরছিল কে অভিনয় করবেন নাম ভূমিকায় ? পরিচালক মৃণাল সেনের মৃত্যু বার্ষিকীতে অবশেষে সামনে এল নাম। তিনি আর কেউ নন, সবার 'মনের মানুষ' বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। 



আরও পড়ুন, 'বিস্ময়ের কিছু নেই', নাট্যকর্মীর হেনস্থাকাণ্ডে কড়া প্রতিক্রিয়া কৌশিক সেনের


 এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সালটা ২০১০ ।  সৃজিত ও চঞ্চলের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বছর। ২০১০ সালের অক্টোবার মাসে ইণ্ডাস্ট্রিতে 'অটোগ্রাফ' দিয়ে ময়দানে নামলেন সৃজিত। আর সেই বছরের শেষেই ডিসেম্বরে গৌতম ঘোষ পরিচালিত ছবি 'মনের মানুষ' মুক্তি পেল। যেখানে এককথায় সবার নজর কাড়লেন চঞ্চল চৌধুরী। তারপর পেরিয়ে গিয়েছে আরও বছর দশেকের বেশি। পালে 'হাওয়া' লাগতেই এখন বাংলাদেশের পাশাপাশি বঙ্গেও নয়নের মণি চঞ্চল চৌধুরী। সৃজিত, মৃণাল সেনের জীবনধারা এবং তাঁর সময়কালকে তুলে ধরবেন এই বায়োপিকে। ছবিটি প্রযোজনা করছেন অনীক দত্ত-র অপরাজিত খ্যাত ফিরদৌসুল হাসান। যতোদূর শোনা যাচ্ছে, বর্ষবরণের পরেই জানুয়ারির মাঝামাঝি থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে।  তাহলে এবার বোধহয় শুধু সময়েরই অপেক্ষা!