রানা দাস, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কালনার হাট কালনা পঞ্চায়েতের মণ্ডললপাড়া এলাকায় আবাস-বিক্ষোভ। ঘর না পাওয়া এবং কাটমানি নেওয়ার অভিযোগে  হাট কালনা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রধানের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। ঘটনাস্থলে হাজির হন কালনা এক নম্বর ব্লকের বিডিও সেবান্তি বিশ্বাস। ঘটনাস্থলে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। গ্রামবাসীদের দাবি এই সমস্যার সমাধান না হলে তালা খোলা হবে না। পঞ্চায়েত প্রধানও স্থানীয়দের অভিযোগ মেনে নিয়েছেন।


মুর্শিদাবাদেও অভিযোগ:
আবাস তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ। মুর্শিদাবাদের রানিনগর ২ ব্লকের কালীনগর এক নম্বর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। সকাল থেকেই পঞ্চায়েত অফিসে তালিয়ে ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, আবাস প্লাসে তালিকায় নাম ছিল তাঁদের, কিন্তু সমীক্ষার পর সেই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অথচ শাসক দলের লোকজনের নাম রয়েছে আবাস তালিকায়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। যদিও এবিষয়ে পঞ্চায়েত প্রধানের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির দাবি প্রধান বা মেম্বারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।


তৃণমূলের বিক্ষোভ:
আবাস-অসন্তোষে বিডিও-র অপসারণের দাবিতে বিক্ষোভ তৃণমূলের। পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় পঞ্চায়েত সমিতির অফিসে তৃণমূলের বিক্ষোভ। প্রকৃত প্রাপকদের কেন নাম বাদ, প্রশ্ন তুলে বিক্ষোভ তৃণমূলের। নারায়ণগড় ব্লকের বিডিও-র অপসারণের দাবিতে বিক্ষোভ তৃণমূলের।


বিক্ষোভ জলপাইগুড়িতেও:
আবাস যোজনার তালিকায় কেন নাম নেই ? জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ ডেঙ্গুয়াঝার চা বাগানের বাসিন্দাদের।


আবাস-যোজনায় দুর্নীতির অভিযোগে বামেদের অভিযান। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বামেদের বিডিও অফিস অভিযানে ধুন্ধুমার। পুলিশের বাধা, গেট ভেঙে বিডিও অফিসে বাম নেতা-কর্মীরা। বিডিও অফিসে তালা লাগিয়ে দিল বামেরা।


কোচবিহারে কড়া তৃণমূল:
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, দল থেকে বহিষ্কৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কোচবিহারের গুরিয়াহাটি ২ নম্বর পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তা নিয়ে নানা শোরগোল ওঠে। তার জেরেই পঞ্চায়েত সদস্য ক্ষিতীশ মোদককে বহিষ্কার করল দল। তৃণমূল থেকে বহিষ্কৃত পঞ্চায়েতের সদস্য ক্ষিতীশ মোদক। উদয়ন গুহ নিজে এই ঘোষণার কথা জানান।


আরও পড়ুন: 'আমার স্বপ্নের প্রকল্প, সবচেয়ে আনন্দের দিন', জোকা-বিবাদী বাগ মেট্রো চলা শুরুর দিনে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী