মুম্বই: তাঁর অভিনীত ছবি 'মিশন মঙ্গল' (Mission Mangal) বক্সঅফিসে সাফল্য পেয়েছিল। আর 'চন্দ্রযান ৩' (Chandrayaan 3)-এর সাফল্যের পরে, 'মিশন মুন' (Mission Moon) ছবিতে অক্ষয় কুমার (Akshay Kumar)-কে দেখার আর্জি অনুরাগীদের! বুধবার চন্দ্রযানের সফল অবতরণের পরে, এক্স ভাসল অক্ষয় কুমার ও 'চন্দ্রযান ৩' সংক্রান্ত পোস্টে!

চাঁদের মাটি ছুঁল ভারত। ইসরোর ঐতিহাসিক সাফল্যে সোশ্যাল মিডিয়ায় তারকাদের শুভেচ্ছার বন্যা। শাহরুখ খান নিজের ছবির গানের লাইন উদ্ধৃত করে লিখলেন  - 'চাঁদ তারে তোড় লাউঁ, সারি দুনিয়া পল মে ছাঁউ।' আজ ভারত এবং ইসরো বাজিমাত করেছে।ইসরোর প্রত্যেক বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অনেক অনেক অভিনন্দন। তাঁরা সবাই আজ ভারতকে গর্বিত করেছেন। সাফল্যের সঙ্গে চাঁদে সফট-ল্যান্ডিং করেছে চন্দ্রযান থ্রি।'

ইসরোর অফিসিয়াল ট্যুইট শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখলেন 'জয় হিন্দ'। উচ্ছ্বসিত পরিচালক এস এস রাজামৌলি লিখলেন, ''হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ...ভারত এখন চাঁদে। ইসরোকে অসংখ্য ধন্যবাদ।' চিরঞ্জিবী লিখেছেন, 'প্রত্যেক ভারতবাসীর সঙ্গে আমিও শুভেচ্ছা জানাই ভারতীয় বিজ্ঞানীদের যাঁরা এই ঐতিহাসিক ঘটনাকে সম্ভব করলেন। আশা করি চাঁদে ছুটি কাটাতে যাওয়ার দিন আরবেশি দূরে নয়।' যশ তাঁর ট্যুইটে লিখেছেন - ''যাঁরা নিরলস চেষ্টা চালিয়ে যায় তাঁদের কাছে কিছুই অসম্ভব নয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি চন্দ্রযান থ্রি-কে পৌঁছে দিয়ে নজির গড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ইসরোকে। ভবিষ্যত প্রজন্মের কাছে এই দিনটি অনুপ্রেরণা হয়ে থাকবে নক্ষত্রলোকে অভিযানের জন্য।' সানি দেওল নিজের সিনেমার সংলাপ দিয়েই লিখেছেন - ''এ এক অতুলনীয় গর্বের মুহূর্ত। হিন্দুস্তান জিন্দাবাদ থা, হ্যায় অউর রহেগা।' কার্তিক আরিয়ান লিখেছেন - ''ঐতিহাসিক মুহূর্ত! ভারত এখন চাঁদের মাটিতে'। ইসরোকে শুভেচ্ছা জানিয়ে কাজল লিখেছেন - 'ভারতবাসী হিসেবে আজ আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। চন্দ্রযান থ্রি-র এই অবিশ্বাস্য সাফল্যের জন্য ধন্যবাদ জানাই ইসরোকে।'

হৃতিক রোশন লিখেছেন 'ইসরোর অসামান্য প্রতিভাবান বিজ্ঞানীরা, যাঁরা 'চন্দ্রযান থ্রি'-র সফর সফল করেছেন তাঁদের জানাই অভিনন্দন এবং আমার আন্তরিক শ্রদ্ধা।' জুনিয়র এনটিআরও সোশাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন ইসরোকে। আর মাধবন লিখেছেন, 'এই সাফল্যের আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।'  মোহিত রায়না ট্যুইটে লিখেছেন - ''ভারতবাসী হিসেবে আজ আমি গর্বিত। ইসরোকে অনেক অনেক ধন্যবাদ।' তারকাদের এমনই শুভেচ্ছা বার্তায় উপছে পড়ছে সোশাল মিডিয়া। আর এই সামাজিক মাধ্যমে ইসরোকে শুভেচ্ছা জানিয়ে অক্ষয় কুমার তাঁর বার্তায় লিখেছেন 'ভারতকে আজ এই অনন্য ইতিহাস গড়তে দেখে নিজেকে ভাগ্যবান এবং গর্বিত বলে মনে করছি। আজ প্রত্যেক ভারতবাসী কুনির্শ করছে ইসরোকে।'

এরপরেই এক্স ভাসে, অক্ষয়কে নিয়ে 'মিশন মুন' ছবির আর্জিতে। অনেকেই লেখেন, 'বলিউড অক্ষয় কুমারকে নিয়ে মিশন মুন ছবি এই ঘোষণা করল বলে।' অনেকে আবার লিখেছেন, 'এবার রুপোলি পর্দায় চন্দ্রযানকে চাঁদে নিয়ে যাবেন অক্ষয়।' তবে সত্যই অক্ষয় কুমারকে নিয়ে এমন কোনও ছবির পরিকল্পনার কথা আদৌ বলিউডের অন্দরে চলছে কি না, সে খবর এখনও অজানাই।'

 

 

আরও পড়ুন: Aditya Raj Kapoor: স্কুলের গন্ডিও পেরোননি রনবীর, করিনারা, ৬১ বছর বয়সে স্নাতক হলেন কপূর পরিবারের এই সদস্য