মুম্বই: ছবির নাম, 'কুছ কুছ হোতা হ্যায়'। ব্যাকগ্রাউন্ডে বাজছে 'ইয়ে লড়কা হ্যায় দিওয়ানা..' পাশাপাশি সাইকেল চালিয়ে আসছেন শাখরুখ খান আর কাজল। যে কোনও বিনোদনপ্রেমী মানুষের মনেই এখনও জীবন্ত এই ছবি। পুরনো ছবির এই অংশই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কাজল। আর সেই ছবিতেই মজার কমেন্ট করলেন কর্ণ জোহর ও মণীশ মলহোত্র।
সম্প্রতি ইনস্টাগ্রামে 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির একটি ক্লিপিংস শেয়ার করেছেন কাজল। বিশ্ব বাইসাইকেল দিবসে এই ভিডিওটি শেয়ার করেছিলেন কাজল। লিখেছিলেন, 'হ্যাপি ওয়ার্ল্ড বাইসাইকেল ডে' সবাইকে। কাজলের এই ভিডিওতে মজার কমেন্ট করেন কর্ণ জোহর। তিনি লেখেন, 'আমার এই দৃশ্যটা আর ঘটনাগুলো এখনও ষ্পষ্ট মনে আছে। আর মনে আছে কাজল পড়ে যাওয়ার পর ঠিক কী হয়েছিল।'
কর্ণের কমেন্টের পাল্টা উত্তর দেন ফ্যাশান ডিজাইনার মণীশ মলহোত্র। লেখেন, 'মনে আছে, কাজল পড়ে যাওয়ার পর আমরা সবাই কাজলের দিকে ছুটে গেলাম। যখনই কোনও গানে কাজল পড়ে যায়, সেই গানটা খুব জনপ্রিয়তা পায়।'
প্রসঙ্গত, শাহরুখ খান ও কাজলের সুপারহিট সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবিতে 'রুক যা ও দিল দিওয়ানে' ছবিতে নাচের শেষে পড়ে গিয়েছিলেন কাজল। সেই গানটিও দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল। পরে একটি সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন, নাচের শেষে শাহরুখ তাঁকে ফেলে দেবে তা জানতেনই না কাজল। পরিচালক আগে থেকে কিছুই বলেননি। যাতে কাজলের অভিব্যক্তি সঠিকভাবে ফুটে ওঠে। নাচের শেষে শাহরুখ তাঁকে ফেলে দেওয়ায় যারপরনাই অবাক হয়েছিলেন ও রেগে গিয়েছিলেন কাজল।
সম্প্রতি নিজের শো-এ কাজলের অন্য একটি গোপন কথাও ফাঁস করেছিলেন কর্ণ। তিনি বলেন, অক্ষয় কুমার তখন তারকা। আর তাঁর জন্য পাগল ছিলেন কাজল। কর্ণ আরও বলেন, একটি পার্টিতে কাজলকে দেখেন তিনি। সেই পার্টিতে অক্ষয়ও এসেছিলেন। গোটা পার্টিতে অন্য কোনও দিকে নজর ছিল না কাজলের। সারাক্ষণ নাকি তিনি অক্ষয় কুমারের পিছনে পিছনে ঘুরেছিলেন। আর তাঁর সঙ্গে ছিলেন কর্ণ। সেই থেকেই নাকি কর্ণ ও কাজলের বন্ধুত্ব হয় যা এখনও অটুট।