কলকাতা: প্রেমের গল্প (Love Story) নিয়ে আসছেন পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্য়ায় (Argha Deep Chatterjee)। এই ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ও ঈশান মজুমদার (Tnushree Chakraborty and Ishan Mazumder)। আসছে 'চিরসখা হে' (Chiro Sakha Hey)। ৬৯ ক্রিয়েটিভ এন্টারটেনমেন্টের (69 Creative Entertainment) প্রযোজনায়, মোজোপ্লেক্স এন্টারটেনমেন্টের পরিবেশনায় আসবে এই ছবি। 'চিরসখা হে' ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে মিঠু চক্রবর্তী ও বরুণ চন্দকে। ছবির স্ক্রিনপ্লে ও সংলাপ লিখেছেন অভীক রায়, সুজয়নীল বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে সৌম্য ঋত।


ছবিতে ঈশান এক বনেদি বাঙালি পরিবারের ছেলে। ছোট বেলায় নিজের বাবাকে হারিয়েছে সে। ছবির গল্প অনুযায়ী বছর দু'য়েক হল জেঠু শিবাশিস ও মা অলোকার সঙ্গে সে কলকাতার বাড়ি ছেড়েছে। পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে। সেখানে তাঁদের আদিবাড়ি। তার জেঠু শিবাশিষ পেশায় উকিল। ঈশান পেশায় ফ্রিল্যান্স চিত্রগ্রাহক। একইসঙ্গে ছবিও সে বেশ ভালই আঁকতে পারে।






অপর দিকে, তিলোত্তমার স্বামী মারা গেছেন বছর সাতেক আগে। শুধু তাই নয়, তিলোত্তমার ব্যক্তিগত জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য। সময়ের কাছে প্রায় হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে, আচমকাই একদিন মিঠে রোদের মতন উপস্থিত হয় ঈশান। একতরফা ভালবাসা, মান অভিমান, এই সবকিছুর শেষে, তাঁরা কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে একসঙ্গে থাকতে? এই প্রশ্নেরই উত্তর মিলবে 'চিরসখা হে' ছবিতে।


আরও পড়ুন: Ikir Mikir First Look: শীঘ্রই ওটিটিতে আসছে 'ইকির মিকির', প্রকাশ্যে চরিত্রদের প্রথম লুক


কিছুদিন আগেই নিজের আরও এক ছবির পোস্টার শেয়ার করেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ছবির নাম 'গু কাকু, দ্য পটি আঙ্কল' (Guu Kaku, The Poty Uncle)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন ছবি 'গু কাকু, দ্য পটি আঙ্কল'-এর পোস্টার শেয়ার করে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী মজা করে ক্যাপশনে লিখেছেন, 'রেডি! স্টেডি! গু... দ্য পটি আঙ্কল তৈরি।' নাম শুনে আর তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ছবিটি অন্যরকমের হতে চলেছে।