নয়াদিল্লি: হল না শেষরক্ষা। প্রয়াত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, বিখ্যাত ধারাবাহিক 'সিআইডি'-র (CID Fame) ফ্রেডি ওরফে দীনেশ ফড়নিশ (Dinesh Phadnis Passes Away)। 


শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দীনেশ


সোনি টিভির জনপ্রিয় 'কপ সিরিয়াল' CID-এর অফিসার ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয় করতেন দীনেশ ফড়নিশ। অসুস্থতার কারণে ভর্তি ছিলেন হাসপাতালে। লড়াই চলছিল মৃত্যুর সঙ্গে। তবে শেষরক্ষা করা গেল না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সোমবার মধ্য রাত ১২.০৮ মিনিটে কন্দিভলির থুঙ্গা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৩ বছর।


একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়ে মারা যান অভিনেতা। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে আজ, ৫ ডিসেম্বর। দীর্ঘদিন ধরে চলতে থাকা 'CID'-র সকল কলাকুশলীরা আপাতত অভিনেতার বাসভবনে একত্রিত হয়েছেন। গত রবিবারই শোনা যায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।


'সিআইডি'-র ফ্রেডি। নব্বইয়ের দশকের যে ছোটরা মজে থাকত গোয়েন্দা গল্প, কেস সমাধানের বাঁধুনিতে... তাদের ভোলার কথাই নয় টিমের মধ্যে থাকা অফিসার ফ্রেড্রিক্সকে। একদিকে যেমন তাঁর ছিল জটিল কেস সমাধান করার ক্ষমতা, বীরত্ব... তেমনই আবার টিমের মেজাজ হালকা রাখতেও তাঁর জুড়ি মেলা ছিল ভার। বিভিন্ন কাজে যেমন বকুনি জুটত তাঁর কপালে, তেমনই কখনও এসিপি প্রদ্যুম্নের সামান্য প্রশংসাতেই তিনি গলে জল। ১৯৯৮ থেকে ২০১৮ পর্যন্ত এই শোয়ে তিনিও বাকিদের মতো টানা অভিনয় করে গিয়েছেন। ছোটপর্দায় চলা অন্যতম দীর্ঘ শো এটি। অনেক সময় অনেক অভিনেতা অভিনেত্রী এই ধারাবাহিক ছাড়লেও দীনেশ-সহ দয়ানন্দ শেট্টি, শিবাজি সত্যম (Shivaji Satam) ও আদিত্য শ্রীবাস্তব (Aditya Srivastava) ছিলেন এই ২০ বছরই। কেবল সিআইডি নয়, জনপ্রিয় শো 'তারাক মেহতা কি উল্টা চশমা' -তেও ছিলেন দীনেশ। 


আরও পড়ুন: Salman Khan in Kolkata: শহরে সলমন খান, যোগ দেবেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে


দয়ানন্দ শেট্টি, যিনি CID-র জনপ্রিয় দয়ার চরিত্রে অভিনয় করতেন, ছিলেন দীনেশ ফড়নিশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। অভিনেতা এবিপি নিউজকে জানিয়েছেন যে দীনেশ ভুগছিলেন যকৃৎ, হৃদপিণ্ড ও কিডনির সমস্যায় এবং দিন দিন তাঁর শারীরিক সমস্যা বাড়ছিল। ৩০ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজই কিছুক্ষণের মধ্যে বোরিভলির দৌলতনগর শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।